রাজেশ দত্তর গান ও কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
|
পুঁজিপতির হাসি।
ভিটেমাটি হারিয়ে বেঘর
গরীব আদিবাসী।
কর্পোরেটের ভেট চড়াতে
জমির দখল নেওয়া।
লাগলো দেশে বিশ্বায়নের হাওয়া।
উন্নয়নের ভাঁড়ার শূন্য,
অস্ত্র আমদানি।
শিক্ষা-স্বাস্থ্যে কানাকড়ি,
যুদ্ধে বারো আনি।
হাসপাতালের বেহাল দশা
যমযাতনা সওয়া।
লাগলো দেশে বিশ্বায়নের হাওয়া।
পাঁচশো কোটির প্রাসাদ গড়ে
মুকেশ আম্বানি।
মাও-দমনে ছ’শো কোটির
ফৌজি কোম্পানি।
গ্রীন হান্টের নামে পুঁজির
লুটেপুটে খাওয়া।
লাগলো দেশে বিশ্বায়নের হাওয়া।
- রাজেশ দত্ত,
২৪ জানুয়ারি ২০১১,
চন্দননগর
. **************
. উপরে
. সিঙ্গুর-নন্দীগ্রামের অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
. সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
মিলনসাগর
আমার বাসা
কবি রাজেশ দত্ত ৮ নভেম্বর ২০০৬
কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .
আমার বাড়ি, আমার ঘর
আমার দরদালান |
আমার ভাঁড়ার, আমার হেঁশেল
আমারই সন্তান |
ভাবছে সবাই "আমার আমার",
তোমার কোথায় ঠাঁই ?
বন্ধু, তোমার জন্য সাজাই
বিনায়ক সেন
কবি রাজেশ দত্ত (গণসঙ্গীত)
মানুষের পাশে মানুষের সাথে
দু'টি হাত রেখে মানুষের হাতে
আজীবন পথ চলেছেন |
বিনায়ক সেন, বিনায়ক সেন, বিনায়ক সেন |
সৌম্য চেহারা, ঋজু শিরদাঁড়া
পরিবর্তনের গান
কবি রাজেশ দত্ত
ভোটের বাদ্যি উঠলো বেজে,
পড়ে গেল কাড়াকাড়ি।
কে বা কোন্ দল করবে বদল,
কার দল হবে ভারী?
লাল পাহাড়িয়া দেশে জঙ্গলে
বিশ্বায়নের গান
কবি রাজেশ দত্ত
লাগলো দেশে বিশ্বায়নের হাওয়া।
রাজারহাটের গান
কবি রাজেশ দত্ত
রাজারহাটে ভাঙলো রাজার
নেতাইগ্রামের গণহত্যার প্রতিবাদে
(প্রচলিত লালনগীতি “চিরদিন কাঁচা বাঁশের খাঁচা”র সুরে)
কবি রাজেশ দত্ত
চিরদিন রাজা, তোমার শাসন রইবে না।
বন্দিমুক্তির গান
কবি রাজেশ দত্ত
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির ভিডিও শুনতে এখানে ক্লিক করুন . . .
বন্দিশালার শেকলে পড়েছে টান।
ভাঙবে কপাট, ছিঁড়বে বাঁধন
নজরুলেরই গান।
ছত্তিশগড় থেকে লালগড়
বন্দিমুক্তি দাবিতে মুখর।
হাতে হাত রেখে প্রতিরোধ গড়,
অপারেশন গ্রীনহান্ট
কবি রাজেশ দত্ত
শাল-মহুলের জঙ্গলে
বাঘ দিয়েছে হানা।
সোঁদরবনের বাঘ নয়,
উর্দিপরা সেনা।
বাঘের চেয়েও হিংস্র ওরা,
মানুষখেকো দানো।
সঙ্গে আছে হায়নার দল
পুলিশ শয়তানও।
ওদের দোসর রক্তচোষা