কবি রাজলক্ষ্মী দেবী - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলায়।
তিনি ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করে আনন্দ মোহন কলেজ থেকে দর্শন-
এ সাম্নানিক স্নাতক হন। এর পর দর্শনশাস্ত্রেই প্রাইভেটে এম.এ. পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে প্রথম স্থান
অধিকার করেন।
কবি ভারতের পুণে শহরে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “হেমন্তের দিন” (১৯৫৭), “ভাব ভাব কদমের ফুল” (১৯৬৭), “এই আলোকে এই
আঁধারে” (১৯৭০) প্রভৃতি।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্সঃ ডঃ শিশিরকুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী, ২০০৩।
. ডঃ শর্মিষ্ঠা সেন, অধ্যাপিকা, জাকির হুসেন কলেজ, নয়া দিল্লী।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
পাতাটি প্রথম প্রকাশিত হয়েছে - ২২.১২.২০১১
চারটি কবিতা নিয়ে পরিবর্ধিত সংস্করণ - ৬.৯.২০১৭
"এখনকার কবিতা" কবিতাটির সংশোধন - ২২.১.২০২১।
...