এতো ভৃঙ্গ নয়, ত্রিভঙ্গ বুঝি এসেছে শ্রীমতীর কুঞ্জে গুণ গুণ স্বরে কেন অলি শ্রীরাধার পদে গুঞ্জে | কৃষ্ণ বই কে আর আনতে পারে সই শ্রীরাধার বাসকুঞ্জে | . জানি শ্রীমুখে বলেছেন শ্রীকান্ত, . সীতাযোগ মধ্যে, তিনি ঋতুর মধ্যে বসন্ত, . আর পতঙ্গেরই মধ্যে শ্রীকৃষ্ণ ভৃঙ্গরাজ . নইলে ও কেন ও রস ভুঞ্জে ||
ওগো চিনেছি চিনেছি চরণ দেখে ঐ বটে সে কালিয়ে . চরণে চাঁদ ছাঁদ আছে দীপ্ত হয়ে সে চরণ ভজে ব্রজেতে আমায় ডাকে কলঙ্কিনী বোলিয়ে | . ভূবনমোহন না দেখি এমন ঐ বই . রূপ কি অপরূপ আ মরি সই কুলে শীলে কালি দিয়েছি আমি . কালরূপ নয়নে হেরিয়ে |