কবিয়াল রাম বসু-র পৈতৃক বাড়ী হাওড়া জেলার শালিখায় (সালকিয়া) | সেই অঞ্চলেই তাঁর
জন্ম হয় |

তিনি ইংরেজী শিখেছিলেন এবং সরকারী কাজেও যোগ দিয়েছিলেন | শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে গান
রচনায় আত্মনিয়োগ করেন |  

তিনি ভবানী বণীক এবং রাজা নবকৃষ্ণ বাহাদুরের সভাসদ, প্রখ্যাত কবিয়াল হরু ঠাকুরের শিষ্য ছিলেন |
পরে নিজের দল গঠন করেন এবং তখনকার বিখ্যাত কবিয়াল  
ভোলা ময়রা, যগা বেনে, ঠাকুর সিংহ,  
এন্টনি ফিরিঙ্গি   প্রভৃতির সাথে কবির লড়াইয়ে অংশ গ্রহণ করেন | তাঁর গান সখীসংবাদ, বিরহ
ও আগমনী, এই তিন ভাগে ভাগ করা হয় |  তাঁর প্রতিভার সর্বোত্তম প্রকাশ ঘটে আগমনী সংগীতে | তাঁর
রচিত কবিগান খুব জনপ্রিয় হয় |

কবিওয়ালা বা কবিয়ালদের মধ্যে তাঁকেই শিল্পগুণে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয় |


উত্স:
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
.      
রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস,
.      
ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ার গান,
.      
শ্রী কমলকুমার গঙ্গোপাধ্যায়, শাক্ত-পদ সাহিত্য ও শাক্ত-পদাবলী চয়ন

আমরা  
মিলনসাগরে  তাঁর কবিতা  তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই প্রয়াসের
সার্থকতা।


কবিয়াল রাম বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতার প্রথম প্রকাশ - ২০০৯
পরিবর্ধিত সংস্করণ - ৮.৮.২০১৩
...
রাম বসু নামের দুজন কবি পাই। প্রথম রাম বসু ছিলেন অষ্টাদশ শতকের
অন্যতম শ্রেষ্ঠ কবিয়াল। দ্বিতীয় রাম বসু বিংশ শতকের বিশিষ্ট বাম ভাবাপন্ন কবি।
এই পাতা প্রথম রাম বসুর কবিতার পাতা
দ্বিতীয় রাম বসুর পাতায় যেতে এখানে ক্লিক করুন