কবি রমেশচন্দ্র শীল
১৮৭৭ - ০৬.০৪.১৯৬৭
কবি রমেশচন্দ্র শীল
এর জন্ম অবিভক্ত বাংলার চট্টগ্রামে | তিনি কবিয়াল নামেও খ্যাত
ছিলেন |
হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে যেমন তাঁর জীবনব্যাপী সাধনা, তেমনই বিভিন্ন
প্রগতীশীল জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন |
তাঁর কবিতা ও গান এই ধর্মীয় উদারতা এবং রাজনৈতিক সচেতনা থেকে উদ্ভূত | রমেশ শীলের
শ্রেষ্ঠ গান ও ছড়া, ভাণ্ডারে মাওলা, দেশের গান প্রভৃতি তাঁর বিশেয রচনা |
--- উত্স:
ডঃ শিশির কুমার দাশ
,
সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
কবি রমেশচন্দ্র শীল-এর কবিতা