কবি রঞ্জনা মিত্র – অবসরপ্রাপ্ত দর্শনের অধ্যাপিকা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি সঙ্গীত ও নাটক
চর্চাও করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমুহের মধ্যে রয়েছে পাঁচটি কাব্যগ্রন্থ, দুটি গল্পগ্রন্থ, একটি প্রবন্ধগ্রন্থ, একটি পরিবেশ ও
প্রাণীর উপর গ্রন্থ এবং একটি শ্রুতিনাটক। বিভিন্ন সময়ে, তাঁর সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে সপ্তরশ্মি,
আমরা সবাই, ঋষিমুখ, সাহিত্য বিসারী প্রভৃতি। তিনি P.E.N. কবিতা পুরস্কারে ভূষিতা হয়েছিলেন।
কবি রঞ্জনা মিত্র ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান তাহলে
আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি রঞ্জনা মিত্রর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স --- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
. দামিনী”।
কবি রঞ্জনা মিত্রর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৪.১১.২০১৪
...