কবি রমা ঘোষ – জন্মগ্রহণ করেন হুগলীতে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “মহারাজ”, “আমি সমু
দ্রের জলে ডুব দিয়ে”, “ত্যক্ত গ্রহ”, “জলজ
উদ্ভিদ”, “হলুদ বনে কলুদ ফুল”, “নির্বাচিত কবিতা” প্রভৃতি।

কবি রমা ঘোষের একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা,
আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা মিলনসাগরে  কবি রমা ঘোষের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।


উত্স -   নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, "মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০"।    
.          অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত "বাংলা কবিতা সমুচ্চয় ২", ১৯৯৩।
.          মেঘ বসু সম্পাদিত “আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি”, ২০০৯।

কবি রমা ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২২.০৮.২০১৩
...