কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় - ছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধের একজন বিশিষ্ট কবি।
স্বাধীনতা সংগ্রামের সৈনিক সাবিত্রপ্রসন্ন চট্টোপাধ্যায়, গান্ধীজীর অসহযোগ আন্দোলনের প্রথম যে ছাত্রদল
কারাবরণ করেন, সেই ছাত্রদের মধ্যে একজন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পল্লীব্যথা” (১৯২০), “মধুমালতী” (১৯২৪), “মনোমুকুর” (১৯৩৬)
প্রভৃতি।
প্রকৃতি প্রেম, বিশেষ করে বাংলার পল্লীপ্রকৃতি এবং দেশপ্রেম তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য।
কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের একটি ছবি ও তাঁর জীবন ও কবিতা সম্বন্ধে আরও তথ্য যদি কেউ
আমাদের পাঠান তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে
পারলে আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
কবি সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১০.৫.২০১৩
পরিমার্জিত সংস্করণ - ১৮.০৭.২০১৩
...