কবি সব্যসাচী দেব - এ কালের বিশিষ্ট বামপন্থী কবি-সাহিত্যিক। মূলত কবি ও প্রবন্ধকার হিসেবেই
তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা।
তিনি স্কুল পাশ করেন কলকাতার দ্য ওরিয়েনটাল সেমিনারি থেকে ১৯৬১ সালে। বাংলায় স্নাতক হন
কলকাতার সিটি কলেজ থেকে ১৯৬৫ সালে। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
১৯৬৭ সালে। ১৯৬৭-র নকশালবাড়ির আন্দোলন তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারী কলেজে বাংলায় অধ্যাপনা করেছেন।
সত্তরের দশক থেকেই তিনি লিখে আসছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “প্রতিশ্রুতি সময়
স্বদেশ”, “স্তব্ধ স্মৃতি বহমান স্রোত”, “রাত্রি সুবর্ণরেখা”, “সহজ পাঠের ছেঁড়া পাতা” প্রভৃতি। তাঁর সম্পাদিত
গ্রন্থের মধ্যে রয়েছে অনুষ্টুপ প্রকাশনী খেকে প্রকাশিত কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার সংকলন
"বীরেন্দ্র সমগ্র"।
একসময় ইরাবান বসুরায় ছদ্মনামে চলচ্চিত্র-সমালোচনা করেছেন। “নকশালবাড়ির লড়াই ও আমাদের
সিনেমা” নামে তাঁর একটি জনপ্রিয় প্রবন্ধ প্রকাশিত হয় অনীক পত্রিকার সেপ্টেম্বর-অক্টোবর ১৯৯২-এর
সংখ্যায়। তিনি নিয়মিত লিখেছেন "অনীক", "অনুষ্টুপ", "আবাদভূমি", "পূর্বতরঙ্গ", "নক্ষত্রের রোদ" প্রভৃতি
পত্রপত্রিকায়।
তাঁর কবিতা প্রচণ্ডভাবে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে বিভিন্ন বাচিক শিল্পী বা আবৃত্তিকারদের
সৌজন্যে। মিলনসাগর থেকেও বহু পাঠক তাঁর কবিতা ডাউনলোড করে থাকেন নিয়মিত। আমরা তাঁর
ভীষণভাবে জনপ্রিয় “কর্ণ” কবিতাটি কপি-পেস্ট করে নেবার মতো করে পাঠকের জন্য পুনঃ প্রকাশিত
করেছি, যাতে তাঁরা সহজেই তা নিয়ে নিতে পারেন।
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়ে তাঁকে আমরা তদানীন্তন সরকার বিরোধী প্রতিবাদী মঞ্চ থেকে কবিতা
পাঠ করতে দেখেছি বিভিন্ন সময়ে। এই পাতায় দেওয়া তাঁর ছবিটি তেমনই একটি মঞ্চ থেকে তাঁর কবিতা
পাঠ রত অবস্থায় নেওয়া। আন্দোলনের শেষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট-পরিবর্তনের পরে, অন্য অনেক
বুদ্ধিজীবীর মতো ছোট, বড় প্রাপ্তি ও পুরস্কার বা সম্মানের আশায়, তাঁকে নতুন শাসকদলের ঘনিষ্ট হতে
দেখা যায় নি।
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত তাঁর কয়েকটি কবিতাও আমরা এখানে তুলে ধরেছি।
আমরা মিলনসাগরে কবি সব্যসাচী দেবের কবিতা তুলতে পেরে আনন্দিত।
কবি সব্যসাচী দেবের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির ফেসবুক পাতা -
https://www.facebook.com/sabyasachi.deb.7
উত্স -
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৮.৫.২০১৩
কবির পরিচিতি নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ৭.৬.২০২০
...