কানা মাছি     
সব্যসাচী গোস্বামী

এক রাশ শূন্যতা নিয়ে
জেগে আছে হেমন্তকাল
শরতের শিশির, শুকনো পাতার মধ্যে
এঁকে যাচ্ছে জন্মদাগ
গুঁটিশুটি পায়ে এগিয়ে আসছে শীতবুড়ি
একা ...
মগ্ন চেতনার সাথে কানা মাছি খেলে সমকাল।

.              ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
কবি সব্যসাচী গোস্বামীর কবিতা
*
ঠাঁই     
সব্যসাচী গোস্বামী

ঠাঁই বলতে বাঁশ,টিন আর পলিথিন বা দরমা বেড়া
ঠাঁই তুলতে বুলেট – ব্যাটন, ধমক – নিন্দা, পুলিশী জেরা
ঠাঁই বলতে মাথায় আকাশ, আলগা জমি পায়ের তলার
ঠাঁই তুলতে ফাটকা পুঁজি, কালো টাকা, ইউরো – ডলার
ঠাঁই বলতে ভাঙা বুকে বাঁচার স্পর্ধা বাস্তুহারার
ঠাঁই তুলতে গভীর রাতে পুলিশ ঢোকে নিঃঝুম পাড়ায়
ঠাঁই বলতে স্বপ্নগুলো নতুন করে ঝালিয়ে নেওয়া
ঠাঁই তুলতে উন্নয়নের গল্পে বলা সবুরে মেওয়া

ঠাঁই খুঁজছি সংগ্রামী মেয়ে দেবলীনাদের চোখের ভাষায়
ঠাঁই খুঁজছি তোমার চোখেও স্পিনিং মিলের লড়াকু শ্রমিক
ঠাঁই খুঁজছি শাল, মহুল আর ধামসা, মাদল,বাঁশীর সুরে
ঠাঁই খুঁজছি ঘরের কোনে অসুখ বুকে অনেক দূরে
হার না মানা সেই কবিতায়, হৃদয়ে যার গুমরে ওঠে
যন্ত্রনা আর অনেক আগুন, চল্ ‌কে ওঠা ভালবাসায়

ঠাঁই খুঁজছি এপথ ও পথ, অনেকটা পথ
হেঁটেই চলা ক্লান্তিবিহীন, আর শপথে
ঠাঁই খুঁজছি তোমার চোখেও, যুদ্ধ জয়ের সংহতিতে ...

.              ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর
*
বৃষ্টি নিয়ে দু’এক লাইন
সব্যসাচী গোস্বামী

বৃষ্টির জল টুকু সযত্নে তুলে রাখা যাক
মেঘটুকু জমা থাক চোখের ভিতর
টিনের ছাদের থেকে চুঁইয়ে পড়া জলে
বিকেলের শেষ টুকু বর্ষামুখর

নদীটার স্রোত ছুঁয়ে দুঃখটা ভুলে থাকা যাক
স্বপ্নটা কাকভিজে মিশে যাক রাতের ভিতর
অন্ধকারের আগল খুলে অবশেষে
জোছ্‌নায় ধুঁয়ে যাক মুগ্ধ চরাচর ...

.           ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর
*
একটা লেখা    
(উৎসর্গঃ শহিদ কোটেশ্বর রাওকে)
সব্যসাচী গোস্বামী

একটা লেখা তোমার জন্য
একটা ভাসাই বানের জলে
একটা জমা নীরবতা
আরেকটা তো কথাই বলে

একটা লেখা তাঁদের নিয়ে
সংগ্রামী সব মানুষ যত
একটা বাঁচে বুলেট বুকে
হৃদয় জুড়ে গভীর ক্ষত

একটা লেখা সময় ছুঁয়ে
বিপন্ন দিন, আসন্ন কাল
একটা লেখা আঁধার ছুঁয়ে
আরেকটাতে নতুন সকাল

একটা চাইছে খুলতে মুখোশ
ভন্ডামো আর ভাঁওতাবাজির
আরেকটাতো দেখায় দিশা –
সময় ধরছে জীবনবাজি

একটা লেখা বিস্ফোরিত
কিংবা বুকের ভিতর সুপ্ত
একটা লেখা শৃঙ্খলিত
একটা হৃদয় অবাধ, মুক্ত

একটা লেখা রক্ত, ঘাম আর
শহিদ হওয়ার বুকের পাটা
একটা লেখা হেঁটেই চলা
হোঁচট খেয়ে আবার হাঁটা ...

.       ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর
*
পাথর
সব্যসাচী গোস্বামী
(কাশ্মীরের রাজপথে নিহত গণ আন্দোলনের শহিদদের কথা মনে রেখে)


তোমার আছে রাইফেল আর, জঙ্গী বিমান, গোলাবারুদ
                                          সাঁজোয়া গাড়ি
আমার আছে পথের ধারের ছড়িয়ে পাথর।


তোমার আছে কয়েদখানা, কালাকানুন, হাতের শিকল
                                         ডান্ডা বেরি
আমার আছে পথের ধারের ছড়িয়ে পাথর।


তোমার আছে দূরদর্শন, বেতার ভবন, বিজ্ঞাপনের
                                        চটকদারি
আমার আছে পথের ধারের ছড়িয়ে পাথর।


তোমার আছে প্রতিশ্রুতির মিথ্যাভাষন, রঙিন মুখোশ
                                       কাঁচের বাড়ি
আমার আছে পথের ধারের ছড়িয়ে পাথর।


.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   


এই লেখাটা কবি জেলে থাকতে লেখেন। কাশ্মীরের রাজপথে তখন পাথর ছোঁড়া আন্দোলন চলছিল। আন্দোলনে নিহত
শহিদদের কথা মনে রেখে এই কবিতাটি লেখা হয়।
*
ফিরে আসা
সব্যসাচী গোস্বামী
(অসিতদার মৃত্যুতে রীনাকে লেখা)

প্রিয় মানুষের হারিয়ে যাওয়া
বুকের ভিতর জন্ম দেয় অনেকটা শূণ্যতা
মধ্যবিত্ত কল্পনা বিলাসীরা সেই শূণ্যতাকে
একোরিয়ামের মতো সযত্নে লালিত করেন, আর তাতে
সাঁতার কাটে মাছের মতো রঙিন স্মৃতি ...

আমরা যারা তমসার রাত অতিক্রান্ত করে
ছুঁয়ে দিতে চাই ভোরের আকাশ
তাঁরা সেই শূণ্যতায় বুনে দিই হারিয়ে যাওয়া মানুষটার
স্বপ্নের বীজ। ক্রমশঃ ফুলে ফলে পল্লবিত হয় আগামীর সবুজ।
মাটির অনেক গভীরে ছড়িয়ে যায় শিকড়। যার নাম অস্তিত্ব।
আকাশ তুলে মাথা তুলে দাঁড়ানোর স্পর্ধা। বাতাসে ছড়িয়ে থাকা
অক্সিজেনে,বুক ভরে টেনে নিই প্রাণ বায়ু। জীবনের ইন্ধন।
হাড়িয়ে যাওয়া প্রিয় মানুষ – এই ভাবে বেঁচে থাকেন...
ফিরে ফিরে আসেন ... আমাদের মধ্যে...

.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   
*
বসন্ত উৎসবের দিনে
সব্যসাচী গোস্বামী

তোমার চিঠির জবাবে, যেই বলেছিঃ ‘ধন্যবাদ! ভালবাসা দীর্ঘজীবী
হোক্‌!’ তখনি আমার হৃদয় থেকে একদল প্রজাপতি বেড়িয়ে,
উড়ে উড়ে বসল তোমার ডালে ... পাতায় ... ফুলে। তারা খেলে বেড়ালো
এ ডাল থেকে ও ডালে ... ও ফুল থেকে এ ফুলে ... ঘুরে ঘুরে তারা পৌছে দিল
বসন্তের আগমনী বার্তা ...

আজ এই বসন্ত উৎসবের দিনে, আবীরে নয়, তোমায় রাঙিয়ে দেবো হৃদয়ের
ভালোবাসার রঙে।
সমস্ত হৃদয় উজার করে এমনভাবে তোমায় রাঙিয়ে দেবো, যাতে তোমায় দেখায়
অনেকটা পাতাবাহার গাছের মতো ...

.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   
*
মা’কে (৪)
সব্যসাচী গোস্বামী

তোমার সমস্ত মুখে জুড়ে মানচিত্রে স্বদেশ
তোমার সমস্ত  হৃদয় জুড়ে ফরসা দিন মেঘলা আকাশ
তোমার সমস্ত  গান আমাদের অজেয় আয়ুধ
তোমার জীবন সংগ্রাম দুখিনী রূপকথার মতো নিঃসঙ্গ
তোমার সমস্ত  স্বপ্ন আমাদের স্বপ্নের পৃথিবী
তোমার সমস্ত  ক্রোধ শত্রুর মুখে ছোঁড়া ছাই
তোমার সমস্ত  ভালোবাসা দুনিয়াকে আমরা শোনাই
তোমার সমস্ত চাপা ভয় আমাদের সতর্ক সময় ।

.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   
*
মা’কে (৫)
সব্যসাচী গোস্বামী

সমস্ত মানুষের মধ্যে আমি খুঁজে ফিরি
                     সেই প্রিয় মুখ;
সমস্ত মেঘের মধ্যে আমি খুঁজে ফিরি
                     অভিমানী জলভরা মেঘ;
সমস্ত হাসির মধ্যে আমি খুঁজে ফিরি
                     শৈশবের উৎসবের দিন;
আমার সমস্ত স্বপ্ন, তোমার স্বপ্নকে থাকে ঘিরে
‘ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে ...’

.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   
*
সরডিহাঃ ২৭শে মে ২০১০
সব্যসাচী গোস্বামী

এখানে নৈঃশব্দ আসে মৃত্যুর হাতে হাত ধরে
হাওয়া এসে ছুঁয়ে দেয় যাবতীয় ব্যথা, দীর্ঘশ্বাস,
বৃষ্টির জলে মেশা চোখের জলের অবশেষ।
ভালো থেকো। গুডবাই । হে আমার স্বপ্নের স্বদেশ!
স্বজন বন্ধুর হাতে ধুলো মোছা স্মৃতির ক্যানভাস

এই মৃত্য উপত্যকাই ছিল আমাদের দেশ
এই নির্মম সত্য আপাততঃ মেনে নাও কবি
কুৎসায় তৃপ্ত মিডিয়া, ছড়ানো ছিটানো রক্ত, লাশ
কর্পোরেট শাসকদের চাপা উল্লাস
ষড়যন্ত্র আর যন্ত্রনার একাকার ছবি।

আতঙ্ক, সন্দেহ , সংশয় – সংক্রমিত হয়
তড়িঘড়ি প্রস্তুতির শোক মিছিলে
ঘাতকের বুকের ব্যাজে দোল খায় অবাক সময়!

.                   ******************     
.                                                                                           
সুচিতে...   


মিলনসাগর   
*