কবি সব্যসাচী গোস্বামী - কবি সব্যসাচী গোস্বামীর - জন্ম সত্তরের অস্থির রাজনৈতিক বাতাবরণে।
তিনি একজন আদর্শনিষ্ঠ বাম রাজনৈতিক আন্দোলনকর্মী। তিনি একাধারে কবি, গল্পকার ও প্রাবন্ধিক। তাঁর
পিতা সুভাষচন্দ্র গোস্বামী এবং মাতা রেখা দেবী। দিদি সুতপা গোস্বামী এবং তাঁর জামাইবাবু দুজনেই
মানবাধিকার কর্মী।
বাবা-মার উদারপন্থী মনোভাব ও বাড়ির রাজনৈতিক পরিমণ্ডল তাঁর মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। ছাত্রাবস্থা থেকেই প্রচলিত শিক্ষাব্যবস্থার প্রতি কোনও মোহ ছিল না। তাই মেধাবী হলেও,
বিদ্যালয়ের বাঁধাধরা পঠনপাঠনে ছেলেবেলা থেকেই তেমন মন ছিল না। স্বজন-পরিজনদের অনেকেই
ভেবেছিলেন যে বড় হলে হয়তো কেরিয়ারের প্রতি সচেতন হয়ে যাবেন, যেমনটা সচরাচর ঘটে থাকে। কিন্তু
সব্যসাচীর ক্ষেত্রে তেমনটা ঠিক ঘটে নি। ফলে বড় হয়েও প্রচলিত শিক্ষাতে কিছুটা সচেতনভাবেই
অমনোযোগী রয়ে গেলেন।
সাহিত্যের প্রতি নিবিড় অনুরাগে ধীরে ধীরে তিনি প্রগতিশীল সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। লেখেন
অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ।যৌবনের শুরুতেই মার্ক্সীয় রাজনীতির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। ছাত্র
বয়সেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে বিপ্লবী ছাত্র ফ্রন্ট (আরএসএফ) –
এর নেতা হিসেবে তিনি সর্বভারতীয় বিপ্লবী ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া রেভ্যালিউশনারি স্টুডেন্টস্
ফেডারেশন’ (এআইআরএসএফ) – এর সাথে যুক্ত হন। ক্রমে ক্রমে রাজনীতি করাটা জীবনের সর্বোচ্চ কাজ
বলে মনে হতে থাকে। এই নিয়ে পরিবারে বিতর্ক হলেও তিনি বলিষ্ঠভাবে মার্ক্সীয় মতাদর্শকে সামনে রেখে
নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করতেন। ছাত্রজীবন শেষ হলে আর পিছন ফিরে তাকানোর অবকাশ ছিল না,
ততদিনে তিনি ছাত্র রাজনীতির সীমানা ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এক কর্মী।
মাওবাদী রাজনৈতিক আন্দোলনের মতাদর্শকে মনেপ্রাণে গ্রহণ করে পার্টির জন্য সর্বক্ষণ কাজ করে
যাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করে ফেলেন।
২০০৫ সালের ১৭ মে উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক থেকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ ও মাওবাদী পার্টির সদস্য হওয়ার
অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একাধিক ভুয়ো সাজানো মামলায় জড়িয়ে তাঁকে প্রথমে পুরুলিয়া
জেল, পরে ঝাড়গ্রাম, দমদম জেল ঘুরিয়ে কৃষ্ণনগর জেলে বন্দি করে রাখা হয়। কারাগারের বাইরে তিনি
শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামে সামিল ছিলেন। জেলের মধ্যেও তিনি তাঁর কমরেডদের সাথে একজোট
হয়ে একই লড়াইতে সামিল ছিলেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে কবিতা,
প্রবন্ধ, গল্প লিখে জেলের চার দেওয়ালের বেড়া টপকে বাইরে পাঠাতেন। বিভিন্ন প্রকাশনা লেখাগুলি
ছেপেছেন। তাঁর প্রকাশিত কবিতা সংকলন “এই সংলাপ ব্যক্তিগত” (২০০৯) এবং “প্রতীক্ষায়, প্রসব
যন্ত্রণায়…”(২০১০) দু’টি কাব্যগ্রন্থই কারারুদ্ধ থাকাকালীন প্রকাশিত হয়েছে। সব্যসাচী দীর্ঘ ছয় বছর জেলে
বন্দি ছিলেন। সম্প্রতি আদালতের রায়ে পুলিশের আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি মুক্তি
পান।
সব্যসাচীর চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো ওঁর নির্ভীকতা, দৃঢ়তা, বলিষ্ঠতা ও সমাজ-রাজনীতি-
অর্থনীতি-সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। গঠনমূলক কাজে সবসময় মেতে থাকতে
ভালোবাসেন। বিজ্ঞান ক্লাব গঠন, বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন, লিটল ম্যাগাজিন প্রকাশ, কবিতা-গান-নাটক
চর্চা প্রভৃতি কাজে নেতৃত্ব দিয়ে অল্প বয়স থেকেই সব্যসাচী খুব সহজেই সকলের মন জয় করে নেন।
প্রগতিশীল রাজনৈতিক দর্শনের সঙ্গে একাত্মতা সব্যসাচীর চেতনার স্তরকে করেছে উন্নত, যা তাঁর লেখার
বিষয়বস্তু নির্বাচনে ও প্রকাশভঙ্গিতে সুস্পষ্ট। বয়সে তরুণ হলেও তাঁর কবিতাগুলির ভাবগভীরতা,
মননশীলতা, জীবন ও জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং ঋজু বলিষ্ঠতা পাঠককে আকৃষ্ট করে, মুগ্ধ
করে। তাঁর প্রকাশিত কবিতা সংকলন ‘এই সংলাপ ব্যক্তিগত’(২০০৯) এবং ‘প্রতীক্ষায়, প্রসব যন্ত্রণায়…’
(২০১০) বইদুটি ইতিমধ্যেই বিদগ্ধ পাঠক সমাজের কাছে সমাদৃত হয়েছে। কবিতা ছাড়াও গল্প ও প্রবন্ধ
রচনাতেও তাঁর বলিষ্ঠ কলম পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিনে
সব্যসাচীর লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
কবির জীবন সঙ্গিনী জুথিকা সরকার (রীনা) দুর্ভাগ্যবশত এখনও কৃষ্ণনগর জেলে বন্দী আছেন
‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগে।
ভাগ্নি সৃজনী (গুড্ডি), মা, দিদি সুতপা এবং রীনাকে কেন্দ্র করে নানা অনুভূতি নিয়েও তিনি রচনা করেছেন
কবিতা যা আমাদের তিনি পাঠিয়েছেন এখানে প্রকাশিত করতে।
কবি সব্যসাচী গোস্বামীর নির্বাচিত কবিতা, গল্প ও প্রবন্ধ এর মূল ব্লগটি হল
http://sabyasachigoswami.wordpress.com/
এই ব্লগটি তৈরী করেছেন রাজেশ দত্ত যাঁর কাছে আমরা কৃতজ্ঞ সেই ব্লগের তথ্য ও কবিতা এখানে ব্যবহার
করার অনুমতি দেবার জন্য। আমরা কবির পরিচিতিটি মূলত সেখান থেকেই সংগ্রহ করেছি।
আমরা মিলনসাগরে কবি সব্যসাচী গোস্বামীর কবিতা তুলে আনন্দিত। প্রার্থনা করি তাঁর জীবনসঙ্গিনী
জুথিকা সরকার শীঘ্রই নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেয়ে মিলিত হতে পারেন।
কবি সব্যসাচী গোস্বামীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ কবির সঙ্গে ইমেল যোগে আদান-প্রদান।
. ‘গণ প্রতিরোধ মঞ্চ’ থেকে প্রকাশিত ‘এই সংলাপ ব্যক্তিগত’ এবং ‘নিউ হরাইজন বুক ট্রাস্ট ‘থেকে
. প্রকাশিত ‘প্রতীক্ষায়, প্রসব যন্ত্রণায়…’ কাব্যগ্রন্থ দুটির লেখক পরিচিতি।
. http://sabyasachigoswami.wordpress.com/
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - .০৫.২০১২
...