অ-কার যোগ
|
অজয়, অমর সজল নয়ন, অধর, অভয় অমল শয়ন |
|
|
|
আ-কার যোগ
|
আম, জাম, আনারস, কাঠাল ও কলা --- ডাব, আতা, তাল যত আন আজ কালা |
|
|
|
ই-কার যোগ
|
চিনি দিয়ে দধি খায়, বসি ঐ মিনি, দিদিমনি আর পিসি আন চিড়া কিনি |
|
|
|
ঈ-কার যোগ
|
ক্ষীতিশ নীতিন যায় তটিনীর বাড়ী, নবীন বিবাহ করি ঐ এল ফিরি |
|
|
|
উ-কার যোগ
|
ফুটাও বকুল, বুলি, তিন জন মিলি, মুড়ি গুড় মাখি খায় ঢাকনাটি খুলি |
|
|
|
ঊ-কার যোগ
|
নূতন ভূষণ পড়ি ঊষা ঐ বসি রূপনাথ শুনি তাই ভারি হয় খুশি |
|
|
|
ঋ-কার যোগ
|
কৃপণ আছিল বড় কৃপানাথ দাস, টাকা প@@ কৃষ হ@ করি উপবাস |
|
|
|
এ-কার যোগ
|
মেষ নিয়ে মাঠে গিয়ে শেষে হল বেলা, রাখাল ফিরেছে ঘরে ছেড়ে দিয়ে খেলা |
|
|
|
ঐ-কার যোগ
|
কৈলাস বৈকৈলে গিয়ে বৈঠক খানায়, কৈ মাছ কিনে নিয়ে শৈল কে দেয় |
|
|
|
ও-কার যোগ
|
গোলোক, গোপাল আর লোক নাথ রায়, লোকাল গাড়ীতে উঠে যোগবাণী যায় |
|
|
|
ঔ-কার যোগ
|
গৌর নৌকায় চড়ি চৌ দিকে চায়, পৌষ মাসে বৌ আনা হোলো না তো @@@ | সূচি
|
|
|