বিভক্ত বাংলার খুলনা জেলার মূলঘর গ্রামের অন্ধ কবি
শচীন্দ্রনাথ সেন শিশুদের বর্ণমালা-শিক্ষার জন্য রচনা করেন সহজ
সরল ছড়া | এই প্রথম তা আমরা সর্বসমক্ষে প্রকাশ করছি | এই
পাতায় বাংলা বর্ণমালা ও সংখ্যার ছড়া দেওয়া হল |

[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা https://www.milansagar.com/index.html
এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
 
স্বর বর্ণ

অজয় বাবুর সদর বাড়ী

আশু আনে ঐ আমের ঝুড়ি

ইতর বড় ইঁদুরগুলো

ঈশান ঝাড়ে পথের ধুলো

উপেনবাবু নদীর তীরে

ঊষার আলোয় বেড়ান ঘুড়ে

ঋষি বর ঐ চললো ঘরে

লিচুর ঝুড়ি মাথায় করে

এক্কা নিয়ে একিম চলে

ঐ বাবুটি ডাকছে বলে

ওসমান মেয়ার লম্বা দাড়ি

ঔষধ নিয়ে যাচ্ছে বাড়ী
 
ব্যঞ্জন বর্ণ

কনক এল কলা নিয়ে

খগেন খাবেন দুধে দিয়ে

গোপাল গয়লা দুধ দুয়ে

ঘুঘুডাঙ্গায় যাচ্ছে নিয়ে

ঙ মাঝির নৌকা চড়ে
বেঙ্ সাহেব ঐ চললো পারে

চরকা কাটেন চারুবাবু

ছাতি মাথায় চললো দুবু

জগু খুড়ো জাহাজ চড়ে

ঝিলাম যেতে পড়লো ঝড়ে

ঞর মতন কুঁজটা পিঠে
কে বসে ঐ ঠানদি বটে

টকি দেখতে টগরমালা

ঠন্ ঠনে যান বিকেল বেলা

ডিমের ঝুড়ি মাথায় করে

ঢাকুরে জান বেচতে ছিরে

ণ এর মতন নুলো
নুলে মিঞার হাত পা গুলো

তরুণ, তপন দুজন মিলে

থালার খাবার সবটা খেলে

দয়াল বাবুর দিঘীর পারে

ধনেশ মারেন ধনুক তীরে

নবীন মাঝি নৌকা বেয়ে

পার করে লোক পয়সা নিয়ে

ফণী বাবুর ফুল বাগানে

বিজন এল বিধুর সনে

ভিম বসেছে ভিয়েন নিয়ে

মাখন বাবুর মেয়ের বিয়ে

যতিন বাবু বাজার করে

রুই মাছ নিয়ে এল ভ'রে

ললিত বাবু লিলার সাথে

বিয়ে বাড়ী চলেন খেতে

শরত বাবুর দোকান ঘরে

ষাঁড় ঢুকে সব খারাপ করে

সিংহ বাবুর @@@@@@

হনুমান সিং বসে ঝিমায়
ড়
গড়ুর পাখীর নাকটা খাড়া
ঢ়
আষাঢ়ের মেঘ জলে ভরা

জয় যদি হয় মোদের রাজার

জগৎ জিনে লইবে এবার
কংস খেল হংস মেরে
উঃ আঃ করে পেটের ভারে
চন্দ্রবিন্দু দেখতে কেমন
চাঁদের উপর তারা যেমন
ক্ষ
ক্ষেমি মাসির যক্ষা হ'ল
ক্ষক্ ক্ষকিয়ে কেশে মো'ল
 
সংখ্যা
১, ২
এক আর দুই
পুকুরেতে ভাসে দেখ বড় দুটি রুই
৩, ৪
তিন আর চার
হরিণ চরিছে দুটি পুকুরের পাড়
৫, ৬
পাঁচ আর ছয়
দুটি বালক দেখ নামে জলাশয়
৭, ৮
সাত আর আট
দুই জনে দেখ তারা করিতে@@@
৯, ১০
নয় আর দশ
রেলগাড়ী ছোটে দেখ করে ভঁস্ ভঁস্                  
সূচি
অ-কার যোগ
অজয়, অমর
সজল নয়ন,
অধর, অভয়
অমল শয়ন |
   
আ-কার যোগ
আম, জাম, আনারস,
কাঠাল ও কলা ---
ডাব, আতা, তাল যত
আন আজ কালা |
   
ই-কার যোগ
চিনি দিয়ে দধি খায়,
বসি ঐ মিনি,
দিদিমনি আর পিসি
আন চিড়া কিনি |
   
ঈ-কার যোগ
ক্ষীতিশ নীতিন যায়
তটিনীর বাড়ী,
নবীন বিবাহ করি
ঐ এল ফিরি |
   
উ-কার যোগ
ফুটাও বকুল, বুলি,
তিন জন মিলি,
মুড়ি গুড় মাখি খায়
ঢাকনাটি খুলি |
   
-কার যোগ
নূতন ভূষণ পড়ি
ঊষা ঐ বসি
রূপনাথ শুনি তাই
ভারি হয় খুশি |
   
ঋ-কার যোগ
কৃপণ আছিল বড়
কৃপানাথ দাস,
টাকা প@@ কৃষ হ@
করি উপবাস |
   
এ-কার যোগ
মেষ নিয়ে মাঠে গিয়ে
শেষে হল বেলা,
রাখাল ফিরেছে ঘরে
ছেড়ে দিয়ে খেলা |
   
ঐ-কার যোগ
কৈলাস বৈকৈলে গিয়ে
বৈঠক খানায়,
কৈ মাছ কিনে নিয়ে
শৈল কে দেয় |
   
ও-কার যোগ
গোলোক, গোপাল আর
লোক নাথ রায়,
লোকাল গাড়ীতে উঠে
যোগবাণী যায় |
   
ঔ-কার যোগ
গৌর নৌকায় চড়ি
চৌ দিকে চায়,
পৌষ মাসে বৌ আনা
হোলো না তো @@@ |           
সূচি
শচীন্দ্রনাথ সেনের বর্ণমালার ছড়া