|
|
1
|
One বাজে ক্লাসে আসে অঙ্কের টিচার, মাথা ঘোরে দেখে তাঁরে অন্য @@@ |
|
|
|
2
|
Two তে টিফিন হলে মাঠে করি খেলা, ক্লাসে বসি শেষ হলে টিফিনের বেলা |
|
|
|
3
|
Three বাজিলে ইংলিশে দেই মনোযোগ, কিন্তু কিছু পারি না যে এ কি কর্ম ভোগ |
|
|
|
4
|
Four বাজিলেই আসে পণ্ডিতের পালা, @@@তে কান ঝালাপালা |
|
|
|
5
|
Five যেমনি বাজে ছুটি হয় স্কুল, গাছে গাছে উঠে পেড়ে খাই টোপা কুল |
|
|
|
6
|
Six যেই বাজে ছুটি খেলিবার মাঠে, খেলা শেষে হাত মুখ ধুয়ে আসি ঘাটে |
|
|
|
7
|
Seven বাজিলে বসে পাঠে দেই মন, পড়ি বসে ইতিহাসে পলাশীর রণ |
|
|
|
8
|
Eight বাজিলে হয় খাবার সময়, পাছে মাছ নেয় মেনি তাই লাগে ভয় |
|
|
|
9
|
Nine বাজিলে গিয়ে উঠি বিছানায়, মা বকেন, "শুওনাক খোকা ধুলপায়" |
|
|
|
10
|
Ten যে কখন বাজে টের নাহি পাই, ঘুম ঘোরে মাঝে মাঝে শুধু তুলি হাই | সূচি
|