বিভক্ত বাংলার খুলনা জেলার মূলঘর গ্রামের অন্ধ কবি
শচীন্দ্রনাথ সেন শিশুদের বর্ণমালা-শিক্ষার জন্য রচনা করেন সহজ সরল
ছড়া | এই প্রথম তা আমরা সর্বসমক্ষে প্রকাশ করছি | এই পাতায় ইংরেজী
বর্ণমালা ও সংখ্যার ছড়া দেওয়া হল |

[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
A
Arm দিয়ে কাজ করি
B
Bag নিয়ে যাই বাড়ী
C
Cup আছে চায়ে ভরা
D
Dog করে Cat তাড়া
E
Egg খাই রোজ ভোরে
F
Fan হাওয়া দেয় জোরে
G
Gun নিয়ে সেনা ঘোরে
H
Hen গুলো ডিম পাড়ে
I
Ink দিয়ে খাতা লিখি
J
Jug ভরে জল রাখি
K
Kid ঘোরে ছাগ পাশে
L
Lad ঐ বসে হাসে
M
Map দেখ স্কুল ঘরে
N
Net দিয়ে মাছ ধরে
O
Owl রাতে চোখে দেখে
P
Pen নিয়ে খোকা লেখে
Q
Queen বসেন সিংহাসনে
R
Rat আছে তাকের কোণে
S
Sum গুলো আজ কঠিন ভারি
T
Teacher মারেন বেতের বাড়ি
U
Umbrella নেন উত্পল বাবু
V
Vito  কি তা বল তো নবু
W
Week হয় সাত দিনে
X
X টায় ভাই দশ গোনে
Y
Year বার মাসে হয়
Z
Zoo দেখলে লাগে ভয়                          সূচি
 
1.2. র ছড়া
1
One বাজে ক্লাসে আসে অঙ্কের টিচার,
মাথা ঘোরে দেখে তাঁরে অন্য @@@ |
   
2
Two তে টিফিন হলে মাঠে করি খেলা,
ক্লাসে বসি শেষ হলে টিফিনের বেলা |
   
3
Three বাজিলে ইংলিশে দেই মনোযোগ,
কিন্তু কিছু পারি না যে এ কি কর্ম ভোগ |
   
4
Four বাজিলেই আসে পণ্ডিতের পালা,
@@@তে কান ঝালাপালা |
   
5
Five যেমনি বাজে ছুটি হয় স্কুল,
গাছে গাছে উঠে পেড়ে খাই টোপা কুল |
   
6
Six যেই বাজে ছুটি খেলিবার মাঠে,
খেলা শেষে হাত মুখ ধুয়ে আসি ঘাটে |
   
7
Seven বাজিলে বসে পাঠে দেই মন,
পড়ি বসে ইতিহাসে পলাশীর রণ |
   
8
Eight বাজিলে হয় খাবার সময়,
পাছে মাছ নেয় মেনি তাই লাগে ভয় |
   
9
Nine বাজিলে গিয়ে উঠি বিছানায়,
মা বকেন, "শুওনাক খোকা ধুলপায়" |
   
10
Ten যে কখন বাজে টের নাহি পাই,
ঘুম ঘোরে মাঝে মাঝে শুধু তুলি হাই |                    
সূচি
শচীন্দ্রনাথ সেনের বর্ণমালার ছড়া