কবি সাধনা মুখোপাধ্যায় – জন্মগ্রহণ করেন এলাহাবাদে। পেশায় সাংবাদিক, তিনি কবিতা ছাড়াও
ভূগোল, রান্নার বই ও শিশুসাহিত্য লিখেও খ্যাতি লাভ করেছেন।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আকাশ কন্যা” (১৯৫৯), “দোপাটির ইচ্ছে” (১৯৭০), “ছন্দকদলী কৃষ্ণচূড়া”
(১৯৭১), “একদা রাজধানী” (১৯৭২), “কবিতার আদালত” (১৯৭৩), “প্রত্যুষের ফুল” (১৯৭৪), “রমণী গোলাপ”
(১৯৭৫), “রমণী গোলাপ” (১৯৭৫), “ছুঁই মুই লজ্জাবতী” (১৯৮৪),, “ক্যাপটেনের স্ত্রীর রবীন্দ্র সংগীত” (১৯৮৬),
“চাঁপার সিন্দুক” (১৯৯০) প্রভৃতি ।
তাঁর রান্নার বইয়ের মধ্যে রয়েছে “পুরোনো কলকাতার রান্নাবান্না”, “ফেলা ছড়ার রান্না” (১৯৩৪), “রান্না করে
দেখুন” (১৯৮৪), “ফল খাবার”, “উত্তরবঙ্গের চলতি রান্নাবান্না” (২০০০), “মাছ রান্না” (১৯৮৭), “নিরামিষ রান্না”
(১৯৮৫), “ঘরোয়া পুডিং মিষ্টি পুডিং”, “৭৫১ রকম রান্না ও জলখাবার”, “পাঁচ গিন্নির পাঁচমিশেলী রান্না”,
“ঘরোয়া রান্না”, “সাত রাজ্যের রান্না” (১৯৮৮), “কালিয়া পোলাও” (১৯৯৪), “এক মলাটে তিন দেশের রান্না”
(১৯৯০), “মুরগী মটন” (১৯৮৪), “চায়ের সঙ্গে টা” (২০০৪), “চায়ের সঙ্গে টা” (২০০৪), “পূর্ব পশ্চিম পঞ্চাশ
দেশের রান্না” (১৯৯২), “টি পার্টির টুকিটাকি” (১৯৯২), “বাচ্চাদের টিফিন” (১৯৮৮) প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি সাধনা মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।
উত্স - উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন, সম্পাদিত সংকলন আধুনিক প্রজন্মের কবিতা, ১৯৯১।
. নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
. দেশ এর কবিতা ১৯৮৩ - ২০০৭।
কবি সাধনা মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৩০.০৭.২০১৩
...