কবি সৈকত ঘোষ - এর জন্ম: ১৭ জানুয়ারী ১৯৯০। বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটিতে | ২০০৮
সালে ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা থেকে উচ্চমাধ্যমিক পাস করে, GNIT থেকে বি.টেক করেন | পেশায়
ইঞ্জিনিয়ার, কবির বিভিন্ন প্রথম শ্রেনীর পত্র পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয় |
তিনি ভালোবাসেন শর্ট ফিল্ম বানাতে। তাঁর পরিচালিত শর্ট ফিল্ম "দৃষ্টি" ২০১১-র কলকাতা ফিল্ম
ফেস্টিভাল-এ প্রদর্শিত হয় এবং "we care film fair -২০১১" এ পুরস্কার প্রাপ্ত হয়।
এই একবিংশ শতকের প্রথম দশকের কবির এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। "রং বেরঙের অবাস্তব-
বাস্তব", "ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা" এবং "@প্রেম" | সব ক'টি কবিতার বই-ই প্রকাশিত হয়েছে অভিযান
পাবলিশার্স থেকে।
কবির শখ - জীবনকে নানা আঙ্গিকে খুঁজে বেড়ানো, গান শোনা ও গান লেখা |
আমরা মিলনসাগরে কবি সৈকত ঘোষের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - সৈকত ঘোষ, ন্যাশনাল পার্ক, পোস্ট: নৈহাটি, জেলা: উত্তর ২৪ পরগনা, পিন : ৭৪৩১৬৫
চলভাষ - +৯১৯১৪৩১০০১৮২
ইমেল - saikat.ghosh35@gmail.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
কবি সৈকত ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
এই পাতার প্রথম প্রকাশ - ০৮.১০.২০১৩
...