কবি শৈলেন রায়ের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
তুফান মেল! তুফান মেল যায়!
আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে চায় ক্ষতি কি
মাটির প্রদীপ রয় যে চেয়ে নীল গগনে নয়ন মেলে সন্ধ্যাতারার নিমন্ত্রণে
সে বিনে আর জানেনা, জানেনা এই মন
ও মন কখন সুরু কখন যে শেষ কে জানে
নয়ন মোহন শ্যাম নয়ন ছাড়িয়া মোরে এ মধু থাকো এ পরাণে
মানুষের মনে ভোর হোলো আজ অরুণ গগনতল
আমারে লয়ে কি খেলা খেলিছ, প্রতিটি পিয়াসী ক্ষণ
এই গান গাওয়া মোর নয় গো অকারণে
পাখি আর ফুল বলে কে তুমি কে গো তুমি বাঁশরি সুধায়
মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল
পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর
অন্তর-মন্দির মাঝে
কথা ছিল আজ রাতে
ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি
ঘন ডম্বরু বাজে তালে তালে এলো বরষা
মেঘ মেদুর ঘন ছায়ে আসিলে কি
মেঘ হেরি নীল গগনে
যৌবনেরই বীণার তারে তুলেছি ঝংকার
রাতের মযূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায়
মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
কবি
শৈলেন রায়ের
পরিচিতির পাতায় . . .