কবি শৈলেন রায়ের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা- শৈলেন রায়
সুর - উমাপতি শীল
শিল্পী- কানন দেবী

পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর,
তোমার নয়নে দেখি আমার এ প্রথম ভোর ||
তব নবারুণরাগে আঁখি মম
জাগাতে এলে যে প্রিয়তম,
মম নয়নে নয়ন রাখি ভরিলে হৃদয় মোর ||
তোমারে দিলাম আজি প্রাতে
ওগো মোর প্রেমের গরবী,
নিশীথে স্বপনে রাঙা প্রভাতের অরুণ করবী  |
মোর জনম মরণ একই সাথে
দিনু গাঁথি বরণমালাতে,
তোমার চরণ ঘিরে রচিনু এ ফুলডোর  ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে

অন্তর-মন্দির মাঝে
সুন্দর এলে এ কী সাজে !
চাঁদ হাসে, ফোটে ফুল বনে |
চঞ্চল এলে যবে প্রাণে
অম্বর ভরে ওঠে গানে----
কাঁপে হিয়া সুখ শিহরণে ||

.   *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে

কথা ছিল আজ রাতে
আমার বিজন কুসুম ভবনে দেখা হবে তার সাথে  ||
আমি বসিয়া গোধূলি লগনে
তাহারই নয়নে রচিতে মাধুরী গাঁথিব তাহারই স্বপনে,
মালাখানি তার গাঁথিনু সোহাগে নিরজনে নিজহাতে ||
তখনো গহন রাত্রি,
শান্ত কূজন পথ নির্জন, ঘরে ফিরে গেছে যাত্রী  |
আমি তাহারই স্বপনরথে
চলিনু পুলকে মধু অভিসারে ধূলায় ধূসর পথে-----
এলো না তো হার, স্মৃতিতে শুকায় যে ফুল ফুটিল প্রাতে ||

.   *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা - শৈলেন রায়
সুর ও শিল্পী--কৃষ্ণচন্দ্র দে

ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি,
সঘন গগনে কাঁদে কে বিরহী  ||
অর্জুন অরন্যে ছায়া ঘিরে
মত্ত অধীর পুরবৈয়োঁ ফিরে,
ঝঞ্ঝার নিস্বন ঝনন ঝননন চলে বহি ||
নটরাজ নাচে, ওড়ে মেঘজটা
দ্রিমি দ্রিমি ডম্বরু গম্ভীর বাজে---
সতীহারা শংকরে দে সতী দে
অন্তরে মন্থর বিরহ বিরাজে  |
‘সতীরে পিরায়ে দে ধূর্জটিরে’ বেদনা বিদ্যুৎ আকাশ চিরে
অশ্রুর উচ্ছল কলকল কল্লোলিনী সে গেল কহি ||

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে

ঘন ডম্বরু বাজে তালে তালে এলো বরষা,
নীল অম্বর ঘিরি মেঘ মনে দিল ভরসা  ||
বাজে মৃদঙ্গ বাজে করতাল
নাচে নটরাজ ওড়ে জটাজাল,
গুরুগম্ভীর গান, ধরাতল হলো সরসা  ||

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে

মেঘ মেদুর ঘন ছায়ে আসিলে কি ?
তুমি নয়নে বিজুরী হানি চাহিলে কি ?
উতলা হিয়া বায়ু বহে পুরবীয়া,
আবেশে বাহুডোরে বাঁধিলে কি ?

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে

মেঘ হেরি নীল গগনে
চঞ্চল মন শ্যাম দরশনে ||
কালো রূপ সখি ছিল মোর ভালো,
বিজলীর জ্বালা কেন বা জ্বালালো---
পায়ে ধরি সখি, এনে দে শ্যামলে,
উতলা শ্রাবণ গহনে ||

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- পঙ্কজ কুমার মল্লিক
( সহশিল্পী - উত্পলা সেন )

যৌবনেরই বীণার তারে তুলেছি ঝংকার----
এই হৃদয়ের সাগর হবো পার ||
আনন্দেরই দিগন্ত যে চলেছে তরীখান,
অশেষের আজ শেষ দেখিতে কন্ঠে নিলেম গান |
কেন যে ফুল কাঁটায় ফোটে,
সুখের সাথে দুঃখ জোটে,
আলো আঁধার দোঁহায় দুঁহু চায় যে হারাবার ||
রাত্রি দিন যাক না বয়ে ঢেউয়ের তালে তালে,
ক্ষণকালের গান দিয়ে যে বাঁধব চিরকালে |
জ্বালিয়ে দিয়ে প্রাণের ধূপে
গন্ধে পাব অপরূপে
ফুলের হার নাই বা হল, হোক সে তরবার ||
না হয় তরী ডুবুডুবু, ভাঙে ভাঙুক হাল,
শঙ্কা ভরা কালো আকাশ হতেছে ভয়াল |
মরণ এলে কপোল চুমি’
বলবে সঙ্গে এসো তুমি,
পরাণ ভরা রসদ আছে ভালোবাসিবার ||

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-শৈলেন রায়
সুর - হিমাংশু দত্ত
শিল্পী- শৈল দেবী
ছবি - পরশমণি

রাতের মযূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায়---
তুমি কোথায়, তুমি কোথায়  ?
আমার এ গান স্বপনে ভাসিয়া যায়  ||
তারার আঁখির কোলে স্বপনে শিশির দোলে
চামেলি যে হায় চাঁদের পরশ চায়  ||
আমার এ গান জড়ানো পাখির প্রলাপে,
এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে ;
যেন এ মলয়া দেশে চলে পাখির পালকে ভেসে
যেন আঁখিপল্লব নেমে আসে ধীরে আঁখিপল্লব ছায় ||

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শৈলেন রায়
সুর- কমল দাশগুপ্ত
শিল্পী- কানন দেবী
ছবি - শেষ উত্তর

তুফান মেল ! তুফান মেল  যায় !
তেপান্তরের মাঠ পেরিয়ে ময়নামতীর মাঠ এড়িয়ে
কাশের বনে ঢেউ খেলিয়ে বংশীবটের ছায়, যায় যায় যায় !
কার ফুলে যে হারায় মধু কার ঘরে যে এল বধূ
কান্নাহাসির ইন্দ্রধনুর রং লাগাতে চায়, যায় যায় যায় !
অজগরের সেই তো মাসি চমক দিয়ে বাজায় বাঁশি
সবুজ সোনা রঙের বুকে ঝলকানি লাগায়, যায় যায় যায় !

.          *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর