কথা ছিল আজ রাতে আমার বিজন কুসুম ভবনে দেখা হবে তার সাথে || আমি বসিয়া গোধূলি লগনে তাহারই নয়নে রচিতে মাধুরী গাঁথিব তাহারই স্বপনে, মালাখানি তার গাঁথিনু সোহাগে নিরজনে নিজহাতে || তখনো গহন রাত্রি, শান্ত কূজন পথ নির্জন, ঘরে ফিরে গেছে যাত্রী | আমি তাহারই স্বপনরথে চলিনু পুলকে মধু অভিসারে ধূলায় ধূসর পথে----- এলো না তো হার, স্মৃতিতে শুকায় যে ফুল ফুটিল প্রাতে ||
কথা-শৈলেন রায় সুর - হিমাংশু দত্ত শিল্পী- শৈল দেবী ছবি - পরশমণি
রাতের মযূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায়--- তুমি কোথায়, তুমি কোথায় ? আমার এ গান স্বপনে ভাসিয়া যায় || তারার আঁখির কোলে স্বপনে শিশির দোলে চামেলি যে হায় চাঁদের পরশ চায় || আমার এ গান জড়ানো পাখির প্রলাপে, এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে ; যেন এ মলয়া দেশে চলে পাখির পালকে ভেসে যেন আঁখিপল্লব নেমে আসে ধীরে আঁখিপল্লব ছায় ||