সলিল চৌধুরীর গান এবং কবিতা
|
হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি |
. ******************************
. সূচিতে . . .
মিলনসাগর
সেই নিপিড়িত জনগণের পায়ের ধারে
ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা
রক্ত দিয়ে শুধতে হবে নামিয়ে মাথা হে বিধাতা |
ঠিক জেনো তা --- এই জনতা ||
. ******************************
. সূচিতে . . .
মিলনসাগর
হেঁইয়া হেঁই হেঁইয়া মার, জোয়ান বাঁধ সেতু এবার |
বুকেতে বুকেতে সেতু অন্তরের মায়া ঘিরে বাঁধিরে
কুটিলের বাধা যত ঘৃণার নিষ্ঠুরাঘাতে ভাঙ্গিরে
সাম্যের স্বদেশ ভূমি গড়ার শপথ নিয়ে বাঁধিরে
হেঁইয়া হেঁই মারো, জোর বাঁধি সেতু বাঁধিরে
বাঁধি সেতু বাঁধিরে |
. ******************************
. সূচিতে . . .
মিলনসাগর
যারে যারে উড়ে যারে পাখী
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)
ওগো আর তো কিছু নয়
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)
ওগো আর কিছু তো নয়,
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার গান আর নয়
বুঝবে না কেউ বুঝবে না
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)
বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
গাঁয়ের বধু
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়)
কোনো এক গাঁয়ের বধুর
গ্রামখানি কোন মায়া ভরে
শ্রান্তজনে হাতছানিতে
ডাকত কাছে আদর করে
সোহাগ ভরে,
নীল শালুকে দোলন দিয়ে
রঙ ফানুসে ভেসে
ঘুমপরী সে ঘুম পাড়াত
এসে কখন যাদু করে
ভোমরা যেত গুনগুনিয়ে
ফোটাফুলের পাশে
আকাশে বাতাসে সেথায় ছিল
পাকা ধানের বাসে বাসে
সবার নিমন্ত্রণ |
সেখানে বারোমাসে
তেরো পাবণ
আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
গাঁয়ের বধুর শাঁখের ডাকে
লক্ষ্মী এসে ভরে দিত
গোলা সবার ঘরে ঘরে
হায়রে কখন
এল সমন
অনাহারের বেশেতে
সেই কাহিনী শোনাই শোনো |
ডাকিনী যোগিনী
এলো শত নাগিনী
এলো পিশাচেরা এলো রে
শতপাকে বাঁধিয়া
নাচে তাথা তাথিয়া
নাচে তাথা তাথিয়া নাচেরে
নাচে রে |
কুটিলের মন্ত্রে
শোষণের যন্ত্রে
গেল প্রাণ শতপ্রাণ গেল রে |
মায়ার কুটিরে
নিল রস লুটিরে
মরুর রসনা এলো রে
হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা
ডেকে যেত কত নিশিগন্ধা
ও মোদের দেশবাসীরে
(দেশভাগের দাঙ্গার সময়ে লেখা গান, কথা ও সুরঃ সলিল চৌধুরী,)
ও মোদের দেশবাসীরে---
বিচারপতি তোমার বিচার করবে যারা
(আজাদ হিন্দ ফৌজের বন্দীদের বিচার নিয়ে লেখা তাঁর প্রথম গণ সংগীত,
কথা ও সুরঃ সলিল চৌধুরী,)
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা
ঢেউ উঠেছে কারা টুটেছে
(১৯৪৬ সালের নৌ বিদ্রোহের সময় রচিত গান)
হরতাল, হরতাল |
হেই সামালো হেই সামালো
১৯৪৬ সালে কাকদ্বীপে তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত গান,
কথা ও সুর - সলিল চৌধুরী,
শিল্পী - ভারতীয় গণনাট্য সংঘ, সলিল চৌধুরী ও গীতা মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ - ১৯৪৮