সলিল চৌধুরীর গান এবং কবিতা যে কোন গান বা কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
তুমি আছো --- এটা ওদের
দেখাই কোনো প্রমাণ নয়
তোমার সুর যে শব্দ
ওদের শোনাই ; কোনো প্রমাণ নয়
আমি বললাম, ভালো!
কিন্তু গান গাওয়াটা কেন ?
প্রজাপতি বলল,
সেটা তুমিই জানো।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
এটা কাঁচের মতো স্বচ্ছ!
তার চেয়ে ওটাকে কেটে
আয় একটা চশমা বানাই
আর সেই নির্ভাবনার চশমা পরে
সারা জগৎকে দেখি---
আমরা ভাইবোনেরা সবাই মিলে হাসলাম
বললাম, দেখো! আবার কিন্তু তোমরা ভাবছ!
ওঁরা বললেন, খাবার শেষে গরু যেমন
. জাবর কাটে জাবনা---
সব ভাবনার শেষেও থাকে মস্ত বড় ভাবনা।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
বঞ্চনাকে অভ্যেসের ওড়না দিয়ে ঘেরা।
তবুও যখন
তীক্ষ্ণধার হয়ে ওঠে
বেনেদের ছুরি
তখন তোমায় মনে করি।
মনে করি কোনো এক বিচিত্র সন্ধ্যায়
তুমি পাশে বসে ছিলে
দূরে দূরে ডেকেছিল
নামহারা কোনো এক পাখি
তুমি কোনো কথা বলোনিক
তবু,
তাকেই আদর করে
মনে মনে প্রেম বলে ডাকি।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
. অন্ন দেয় নাকো বুভুক্ষু জনতায়
. কণ্ঠরোধ করে লাঠি রাইফেলে॥
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
. কে করবে দেশোদ্ধার ?
তাই মরতে আমি বলি সদাই
. নিজে মরি নাই!
মোর মতন আর দেশপ্রেমিক নাই॥
শোনো, দেশপ্রেমিক না হলে ভাই
. পত্রিকাতে কেন ( রে ভাই ) . . .
ওই, প্রথম পাতায় ছবি আমার প্রত্যহ ছাপানো থাকে রে . . .
. আমি কি দিয়ে ভাত খাই
. আর কোথায় কোথায় যাই
ওরা ছাপে, আমার পাঁচড়া হলে কি মলম লাগাই।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
একটি কবিতার জন্য
কবি সলিল চৌধুরী
ধরো! মনে করো
একটি কবিতা লিখব
ও ভাইরে ভাই, হে হে আয়রে আয়
কথা ও সুর - সলিল চৌধুরী
ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেম না
কথা ও সুর - সলিল চৌধুরী
ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেম না
মানব না এ বন্ধনে
কথা ও সুর - সলিল চৌধুরী
পথে এবার নামো সাথী
কথা ও সুর - সলিল চৌধুরী
পথে এবার নামো সাথী
. পথেই হবে এ পথ চেনা
জনস্রোতের নানা মতে
. মনোরথের ঠিকানা
মোর মতন আর দেশপ্রেমিক নাই
কথা ও সুর - সলিল চৌধুরী
ও ভাইরে ভাই