সলিল চৌধুরীর গান এবং কবিতা যে কোন গান বা কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
আমার জীবন ধন সাধের সাধনা
তোমায় কে দিয়েছে ব্যথা আমায় বল না ?
. সুনীল নয়ন কেন ছলছল
. তোমারে দেখেছি আজি গৃহহারা
. পথে পথে কাঁদিয়া ফিরিছ
ঘরে ঘরে যত সন্তানদের জাগাতে, ওগো . . .
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
দুই পারে দুজনায় গো কাঁদি দুজনায়।
ম-পমগ-স, প-পমগ-স,
গমনধ-মগনধ-মগনধ-মগনধ-মগনস
বাজে গো বীণা॥
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
ধিতাং ধিতাং বোলে
কবি সলিল চৌধুরী
ধিতাং ধিতাং বোলে
কে, মাদলে তান তোলে,
কার আনন্দ উচ্ছলে
. আকাশ ভরে জোছনায়।
শ্যামল বরণী ওগো কন্যা
কথা - সলিল চৌধুরী
কণ্ঠ - দ্বিজেন মুখোপাধ্যায়
বন্ধুরে কেমন করে মনের কথা কই তারে
কথা ও সুর - সলিল চৌধুরী
কণ্ঠ - দ্বিজেন মুখোপাধ্যায়
যা যারে যা যা পাখী
কথা ও সুর - সলিল চৌধুরী
যা যারে যা যা
আর কিছু নাই
এ বাঁধন ছিঁড়ে
এই শুধু বলিস
পল্লবিনী গো সঞ্চারিণী
কথা ও সুর - সলিল চৌধুরী
কেন কিছু কথা বলো না
কথা ও সুর - সলিল চৌধুরী