সলিল চৌধুরীর গান এবং কবিতা যে কোন গান বা কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
দূর থেকে দেখে তুমি নেবে আমায় চিনে
. ঝিলমিল ঝিলমিল করেরে ঝুমকা।
রবো না যখন আর আমি এখানে রবো না
যত না ডাক না আমি কথাটি কব না
. স্মৃতি আমার রবে গো ঝুমকা॥
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
হায় হায়, প্রাণ যায়,
চোখ তারি, যেন কাটারি,
হে হে যেন আগুন
কি যে করি করি,
রঙিন যৌবন বুঝি
হে কিসমৎকে
সে যে বড়ই গোলক-
কি যে করি না করি,
. নিজেও
. হে ইশারা
হায় দিল---পড়ে
সারাটা জীবন কাঁদে,
তবুও শেখে না
হায় . . .
দিল আছে যার
দৌলত ও ধন সবই
কি চুনী কি পান্না,
হে হে তবু এমন
সে যে লালসার
দস্যুর বেশে শেষে
লুটে নেয়---যা কিছু
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
শোন ভাই সোনার চাঁদির সদাই ঝনন্ ঝন্
বড়লোক আমীর উমীর ময়লা কেবল মন
বাবুদের বাইরে হাসি মনের ভিতর শুধুই গালাগাল
. ঠকিয়ে নেবার তাল॥
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
কথা ও সুর - সলিল চৌধুরী
সাত ভাই চম্পা
ঘুম থাকে না ঘুমেরই
একটি পারুল বোন
না যেও না রজনী এখন বাকী
কথা ও সুর - সলিল চৌধুরী
যদি কিছু আমারে শুধাও
কথা ও সুর - সলিল চৌধুরী
আমি ঝড়ের কাছে রেখে গেলাম
কথা ও সুর - সলিল চৌধুরী
যায় যায় দিন
কথা ও সুর - সলিল চৌধুরী
যায় যায় দিন
বসে বসে দিন
জানি না এখন
রাত কিবা দিন।
হায় হায় প্রাণ যায়
কথা ও সুর - সলিল চৌধুরী
কানকাটার ছড়া
কবি সলিল চৌধুরী
(ছোটবেলায় দিদিমার কাছে শোনা মূল ছড়া)
“একানড়ে কানে ক’ড়ে
তেঁতুল পাড়ে ছড়ে’ ছড়ে’
এক হাতে তার নুনের ভাঁড়
আরেক হাতে ছুরি
কান কেনে নুন ঘষে বেড়ায়বাড়ী বাড়ী॥”
(বড় হবার পর ভেবেছি এত কান যে একানড়ে কাটল সেগুলো গেল কোথাও ? উত্তরে যা
শুনেছি---)
কানপুরেতে একানড়ের মস্ত বড় মকান