সলিল চৌধুরীর গান এবং কবিতা যে কোন গান বা কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
অন্তরঙ্গে পাওয়া গেল
মনে করো সব পাওয়া গেল
যত কিছু ছিল চাওয়া গেল।
মনে হবে হেরে যাওয়া গেল॥
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
কেউ বললে ডাইনে ফেরাও
কেউ বললে বাঁয়ে
কেউ বললে চিৎ হয়ে শোও
রোগটা শিরদাঁড়ায়,
কেউবা দিল বড়ি পাচন---
কেউ লাগাল মলম
কেউ বলল আসলে এটা
. এক জাতীয় বদহজম
সত্যি কথা বুক ফুলিয়ে কেউ কি কবে না ?
এই ঘুণধরা হাড়-ঝাঁজরা শরীর---
“ট্রান্সপ্লান্ট” না করলে রোগ নিরসন হবে না।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
আবার কখনও যদি রাইটার্স যান
মুখ্যমন্ত্রীর --- গদিটা বাগান
প্রফুল্ল মনে তিনি চোখ বুজবেন
ছিয়াশি বছরে শ্রীভীমরতি সেন।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
পা দুটো আমার টলছিল
গাছ মরে গেলে বুঝলুম
কোনখানে তার মূল ছিল
টাক মাথা হয়ে বুঝলুম
এতদিন তাতে চুল ছিল
( আর ), জীবন থামলে বুঝলুম
যে জীবনটা বেশ চলছিল।
. **********************
. সূচিতে . . .
মিলনসাগর
কিসসু হবেনারে দাদা কিসসু হবে না
কবি সলিল চৌধুরী
৪.২.১৯৭৯
লাগ ঝুমাঝুম বুম
কবি সলিল চৌধুরী
২.৫.১৯৮২