কবি সমরেন্দ্র দাশগুপ্তর কবিতা
*
প্রতিবিম্ব
সমরেন্দ্র দাশগুপ্ত

রাষ্ট্র         :      অরাজকতার, অরণ্যে বসে,
.                    বৃথাই আর্ত্তনাদ |
              নির্ব্বাচনের, রাংতায় মোড়া,
.                    নির্ব্বাসনের ফাঁদ |
সংবিধান  :      কত না ধারায় বয়ে চলে যায়,
.                    রূপালি সংবিধান |
.                    সত্য এখানে লাঞ্ছিত হয়,
.                    পায় নাতো প্রতিদান |
প্রশাসণ    :       প্রশাসণ নয়, শুধু যে প্রলয়,
.                    অবক্ষয় আর সংশয়, ভয় |
.                    ধুলায় লুটায়, বুদ্ধি বিবেক,
.                    সত্যের পরাজয় |
পরিসেবা  :      পরিশ্রুত এ পরিসেবা নয়,
.                   দেখি যে মৃত্যু ফাঁদ |
.                   প্রতিশ্রুতির প্রতিলিপি জানি,
.                   শুধুই আর্ত্তনাদ |
শিক্ষা      :    শিক্ষা যে আজ দীক্ষা দিতেছে,
.                  অবক্ষয়ের ভাই |
.                  থাকনা যতই পুঁথি ও কেতাব,
.                  শিক্ষা তো কিছু নাই |
শিল্প       :     মৃতের মিছিলে, লাইন দিয়ে চলে,
.                  শিল্পী ও কারিগর |
.                  ধর্ম ও ঘট দোহে মিলে ভাঙ্গে,
.                 সাজানো সুখের ঘর |

সংস্কৃতি    :    সংস্কৃতির সং পড়ে আছে,
.                কৃতি তো কোথাও নাই |
.                        অপকীর্ত্তীর জয় জয়কার,
.                কৃতি পুড়ে হোল ছাই |
পরিবেশ   :    সবুজ শাড়ীর আঁচলতো নাই
.                আছে বিধবার বেশ |
.                নির্দ্দয় হাতে নিঃশেষ করি,
.                বিশ্বের পরিবেশ |

.               ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
দৃশ্যপট
সমরেন্দ্র দাশগুপ্ত

বলতো ভাই | আমরা সবাই,
কেমন ধারার বুদ্ধিমান |
নেতার কথায় উঠি বসি,
নেত্রীর গলায় গাই যে গান |

.                সাধা গলা নাইবা থাকুক,
.                নাইবা থাকুক, লয় ও তান |
.                হেড়ে গলায় গাইছি তবু,
.                নেতার গাওয়া কোরাস গান |

নেতাই যে গীতিকার তার,
সুরটাওতো তারই দেওয়া |
সেই সুরেতে গাইতে গিয়ে,
ভুলি সবাই নাওয়া খাওয়া |

.                 মানতে হবে, দিতে হবে,
.                 এটাই গানের কথা ভাই |
.                 নাই প্রয়োজন অর্থ বোঝার,
.                 শিখিয়েছেন মোড়ল মশাই |

ডান্ডা মাথায় ঝান্ডা গুজে,
দল বেঁধে সব ময়দানে যাই |
চিড়িয়াখানা যাদুঘরআর,
ভিক্টোরিয়ায় ঘুরে বেড়াই |


.                 আজকে, নেতা নেত্রী আছেন যারা
.                 দক্ষ তারা কুশীলব |
.                 ওদের, সেবার কৃপায় দেশ জননী ,
.                 হোল যে আজ মৃত শব |

ওরা লক্ষ টাকার ধার ধারে না,
করছে কোটী কোটী আত্মসাৎ |
মাত্র পাঁচটি বছর সুযোগ পেলেই
করবে জানি বাজীমাৎ |

.                 সংসারেরই জোয়াল ধরে,
.                 উঠছে সবার নাভিশ্বাস |
.                 এই ভোট ব্যালটের মায়াজালে,
.                  ডাকছি নিজেদেরই সর্ব্বনাশ |

দিনে দিনে লাফিয়ে বাড়ে,
আজকে দেশের বাজার দর |
নেতাদের হয় বাড়ী গাড়ি,
পুড়ছে তোমার সুখের ঘর |

.                আমরা দিলাম না হয় গলায় দড়ি,
.                নাইতো ওদের মাথা ব্যাথা |
.                ওদের তাতে কি আসে যায়,
.                চোর না শোনে ধর্মের কথা  |

দেশের তরে জীবন দিল,
দীনেশ ক্ষুদি কানাইলাল |
উত্তর সুরী আমরা সবাই,
নেতা হয়ে দিচ্ছি চাল |

.                      কোথায় শক্তিরূপী ভক্তিমতী,
.                       শান্তি সুধা সুনীতি বোস |
.                       আজকে নারীর চাল চল নে,
.                      হয় যে দুঃখ হয় আফসোস |

রক্ত দিল কত শহীদ,
লাভ কি তাতে হোল ভাই |
কংস রাজার বংশধর সব,
দেশটাকে যে লুটে খাই |

.                 শাসক হয়ে বেনের দলই,
.                 করছে যে আজ দেশ শাসন |
.                 হিংস্র ক্রূর হায়নার দল,
.                 কাড়ছে মায়ের বসন ভূষণ |

মানবরূপী দানব ওরা,
মনুষ্যত্বের নাই বালাই |
ওরা অর্থ পেলে করতে পারে,
যখন তখন যা খুশি তাই |

.                 ওরা নিজেরাই ডুবে আছে
.                 আকন্ঠ ঐ পাপ করে |
.                 কয়েক কোটী হাতিয়ে নিয়ে,
.                 ছিচকে চোরের বিচার করে |

ধন্যি যত নেতা নেত্রী,
তোমাদের দেই ধন্যবাদ |
যা খুশি তাই করছো সবাই,
নাই তো তবু প্রতিবাদ |

.                       তবুও কেন ভোট দিতে যাই,
.                লাইন দিয়ে দেই ব্যালটে ছাপ |
.                তাই তো সবার সইতে যে হয়,
.                দুঃখ, ব্যথা মনঃস্তাপ |

.               ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
আহ্বান
সমরেন্দ্র দাশগুপ্ত

বিনয়, বাদল দীনেশের দেশ,
করে যে আর্ত্তনাদ |
যুব শক্তিকে করিতে ধ্বংস,
পেতেছে শতেক ফাঁদ
নাই তাই প্রতিবাদ |

.                   যেই ফাঁদে পড়ে দিতেছে যে ওরা,
.                   আত্ম বিসর্জ্জন |
.                   অকালেই ঝড়ে তিল তিল করে,
.                    জীবন ও যৌবন |
.                    ছিল, এটাইতো প্রয়োজন |

শান্তি সুনীতি বীণা ও প্রীতির,
আত্মারা সব করিছে আর্ত্তনাদ |
রক্ত তাদের বৃথা হয়ে গেল |
স্বপ্ন যে বরবাদ |
শুধুই মৃত্যু ফাঁদ !

.                    নারীর লজ্জা মুছে গেছে সব,
.                    ঘুচে গেছে শালীনতা |
.                    প্রশ্ন আমার মা, বোনের কাছে,
.                    এটাই কি সভ্যতা ?
.                    এরই নাম স্বাধীনতা ?

জাগিয়া ওঠার হয়েছে সময়,
যুবক যুবতী জাগ |
বিলাস ব্যাসন দূরে ছুড়ে দিয়ে
পরনা মৃত্যু ফাঁগ |
জাগনারে তোরা জাগ |

.       ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
পরিচিতি
সমরেন্দ্র দাশগুপ্ত

বারাঙ্গনার ঐ অঙ্গনে, সঙ্গোপনে,
যাচ্ছে যারা রিপুর টানে
দেখ্ ছে কি তার জাত ও জাতি,
যত, ভদ্রলোকের গুষ্টি জ্ঞাতি |
.                    ওরে মিথ্যে তোদের, জাতের বড়াই
.                    তাই, পুড়ছে জাতি, উড়ছে যে ছাই |
.                    জাত ও জাতির নাইতো রেহাই,
.                    মানুষ ছাড়া জাত কিছু নাই |
শিবের মাথায় ঢেলে জল,
নাইতো কোনো প্রতিফল |
কর্মই তো ধর্ম ফসল,
জীবন বেদের এটাই আসল |
.                   বিত্ত বিলাস মিথ্যা ওরে,
.                   কর্ম ফলই রইবে পড়ে |
.                   মিথ্যা শুধুই অহংকার
.                   মিথ্যা জানি আমার আমার ----
দেহ সবার বিলীন হবে,
জানে না কেউ কোথায় কবে |
নির্মম এই সত্যটার,
ধারে না তো কেউই ধার |
.                   স্তব্ধ যেদিন শ্বাস প্রশ্বাস,
.                   রইবে পড়ে বিত্ত বিলাস |
.                   প্রাণ পাখীটা যাবে উড়ে,
.                   ভবের খেলা সাঙ্গ করে |

.                    ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
হবু রাজার রাজত্বে
সমরেন্দ্র দাশগুপ্ত

হবু রাজার, মন্ত্রী গবু,
তাইতো যে এই হাল |
যেদিকে চাই, দেখতে যে পাই,
শুধুই জঞ্জাল |
.                   মাঠে, ঘাটে মিটিং মিছিল,
.                   দেয়ালে শ্লোগান |
.                   আত্মকেন্দ্রিক নেতার কন্ঠে,
.                   সাম্যবাদের গান |
জাতি ধর্মের, ধ্বজা তুলে,
আনছে ডেকে ব্যবধান |
এদের কেমন হিসাব, বলতে পার,
সবাইকে বলছে সমান |
.                   দেখছি এদের, হিসেব নিকেশ,
.                   আজব ধারায় চলে,
.                   সুযোগ বুঝে, ভোল পাল্টায়,
.                   সকালে, বিকালে |
এদের বাড়ী, গাড়ী, ব্যাঙ্ক ব্যালেন্স,
অঢেল আছে জানি |
দেশ সেবারই নামে এরা,
চালায় রাহাজানি |
.                   এসব কথা বলতে যাওয়ার,
.                   অর্থ কিছু নাই |
.                  সত্যি কথা বলতে গেলে,
.                   পড়বে, বাড়া ভাতে ছাই |

.                    ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
শৈশবের শব
কবি সমরেন্দ্র দাশগুপ্ত

দিকে দিকে কেন এত
শৈশবের শব
কেন এত আর্তনাদ
কেন কলরব

.                         সভ্যতার এ কেমন
.                         আদিম উত্তরণ
.                         বুভুক্ষ সে শিশুদের
.                         শুধুই ক্রন্দন

শিশু দিবসেই দেখি
শিশু ফুটপাতে
অনাহারে অর্দ্ধাহারে
মরে অপঘাতে

.                         জন্মদাত্রী কাঁদে বসে
.                         বক্ষে লয়ে লাশ
.                         বুঝিনাতো সভ্যতার
.                         কোন পরিহাস

বিজ্ঞদের বিজ্ঞাপনে
কত প্রহসন
হতভম্ব হয়ে ভাবি
এই কি জীবন ?

.                         দেখে নির্লজ্জ শতাব্দীর
.                         নীরব অধ্যায়
.                         মাথা হেট হয়ে যায়
.                         ঘৃণায় ও লজ্জায়

.                ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
এই তো জীবন
কবি সমরেন্দ্র দাশগুপ্ত

খড়স্রোতা নদী আজ
হারায়েছে স্রোত
দুধারে দাঁড়ায়ে তার
অসংখ্য ভগ্ন পোত
নির্জনে নির্লিপ্তে বসে
গুনিছে প্রহর
বয়ে গেছে বক্ষে কত
সাইক্লোন ঝড়
তবুও তো নির্ব্বিকার
তবুও ধীর স্থির
বিশ্বাসের ভিতে তার
ধরেছে যে চিড়
অবাক বিস্ময় নিয়ে
করে নিরীক্ষণ
কবেইতো থেকে গেছে
যা কিছু স্পন্দন
আছে পড়ে অনাদরে
মিথ্যে আবরণ
এই তো জীবন
শুধু প্রহসন

.   ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
জীবন
কবি সমরেন্দ্র দাশগুপ্ত

কালের কৌমার্য কাড়ে
জীবন যৌবন
বুঝিনাতো এ কেমন
উদ্ধত আস্ফালন


লজ্জা নাই ঘৃণা নাই
নাই দুঃখ ক্ষোভ
কামনা কামাগ্নি ঘিরে
আছে শুধু লোভ

অবাক বিস্ময়ে ভাবি
এ কোন অধ্যায়
জড়া গ্রস্থ ধবা কাঁদে
ঘৃণায় ও লজ্জায়

আলো নাই হাওয়া নাই
ঘোর অমানিশা
ডুকড়ে কাঁদে অবসাদে
যা কিছু প্রত্যাশা

প্রত্যাহিক জীবনের
এ কোন অধ্যায়
খড়াশ্রয়ী দিন ঢাকা
ঘন তমশায়

ধুয়াশা কুয়াশা হায়
চাইনাতো আর
অবসান চাই আজ
ঘন তমশার

চাইনাতো আর্তনাদ
চাইনা হাহাকার
চাইনা শিকার হোতে
শুধু বঞ্চনার

.   ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভোটের গাজন    
কবি সমরেন্দ্র দাশগুপ্ত

করছি ফেরি দাঁতের মাজন
শুনেছি সাথে ভোটের গাজন
ওরা পরস্পরে ঝগড়া করে
জিতবে এবার কোন মহাজন

কংগ্রেসের রাহুল ভায়া
বি. জে. পির মোদি
সবার মনে একই চিন্তা
কে হাতাবে গদি

গাইছে কুত্সা গলা ছেড়ে
সবাই পরস্পরে
একই যে সব সব অবয়ব
কে কার বিচার করে

কেউবা খোঁড়া কেউ বা কানা
কেউবা আবার অন্ধ
ঢিলটা ছুড়লে পাকের মধ্যে
সবার সমান গন্ধ

দিদিরাও নাই পিছিয়ে
তারাও পেটায় ঢাক
বলছে সবাই একই সুরে
হোক না চিচিং ফাঁক

চিৎ হয়ে শোবার ইচ্ছা
কূঁজোরওতো থাকে
কল্প লোকের গল্প বলে
সবাই ছবি আঁকে

.   ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভুলের মাশুল
কবি সমরেন্দ্র দাশগুপ্ত

সুভাষ ক্ষুদি রাসবিহারী
ইতিহাসে অপাংক্তেয়
ওরা সবাই জোট বেঁধেছে
আজকে তাদের করতে হেয়

নির্লজ্জ সব বেহায়ার দল
নাইতো ওদের লজ্জা ঘৃণা
যত গেরুয়া ধারী ব্রহ্মচারীর
ছল চাতুরী প্রবঞ্চনা

যারা মা মাটিকে বিক্রী করে
দেশটা বিকায় জলের দরে
বেড়ায় ঘুরে দম্ভ ভরে
দেশ সেবকের তকমা পরে

দেশ ও জাতির লজ্জা ওরা
লজ্জা ওরা মানব কুলের
চোখের জলে মাশুল গুণি
মাশুল গুণি ওদের ভুলের

ওরা যায় যে বলে মিথ্যা কথা
বলছে মিথ্যা অনর্গল
করছে গদি নিয়ে হানাহানি
কথায় কথায় দলবদল

.     ***************  
.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর