খড়স্রোতা নদী আজ হারায়েছে স্রোত দুধারে দাঁড়ায়ে তার অসংখ্য ভগ্ন পোত নির্জনে নির্লিপ্তে বসে গুনিছে প্রহর বয়ে গেছে বক্ষে কত সাইক্লোন ঝড় তবুও তো নির্ব্বিকার তবুও ধীর স্থির বিশ্বাসের ভিতে তার ধরেছে যে চিড় অবাক বিস্ময় নিয়ে করে নিরীক্ষণ কবেইতো থেকে গেছে যা কিছু স্পন্দন আছে পড়ে অনাদরে মিথ্যে আবরণ এই তো জীবন শুধু প্রহসন