১ প্রগলভ শোষকের দেখে অবক্ষয় দিন গুলো অতিক্রান্ত, অবাক বিস্ময়ে ভাবি এ কোন অধ্যায়! দিন কাটে অবসাদে, রাত্রি আশঙ্কায় এ সাম্য তরণী আজ ভিরবে কোথায় ? কোন অজানায় ?
২ আশা নাই ভাষা নাই দুর্ভেদ্য কুয়াশা ধুলা ধুসরিত আজ যা কিছু প্রত্যাশা পাশব সত্তার একি উদগ্র আষ্ফালন দিকে দিকে শুনি তাই মায়ের ক্রন্দন রুধিরক্ত মাটি আজ আদিম হিংসায় মানুষের প্রশ্ন তাই সমাপ্তি কোথায় ?