চারটি নদীর গল্প শোনো দেখছে পৃথিবীর লক্ষ নয়ন ভারতের গঙ্গা চীনের ইয়াংসি মিসিসিপি ভিয়েতনামের মেকং ও সেই চার নদী চার দেশে চার নদী বইছিল একা একা যে যার দেশে একদিন তারা পেলো যে সন্ধান ঢেউ-এর গর্জনে দুলে দুলে মোহনায় . গড়িয়ে পড়লো সমুদ্রে এসে . উন্মুক্ত সমুদ্রে এসে ও সেই চার নদী ও সেই চার নদী . মিলবেই তারা সমুদ্রে এসে॥
চারজন মাঝির গল্প শোনো দেখছে পৃথিবীর লক্ষ নয়ন কারো নাম পরাণ কারো নাম চাও কেউ বা ইভান কেউ বা লুফাং চারজন মাঝি চার দেশে চার মাঝি বাইছিল নৌকা যে যার দেশে একদিন তারা পেলো যে সন্ধান ঢেউ-এর গর্জনে দুলে দুলে মোহনায় . গড়িয়ে পড়লো সমুদ্রে এসে . উন্মুক্ত সমুদ্রে এসে ও সেই চার মাঝি ও সেই চার মাঝি . মিলবেই তারা সমুদ্রে এসে॥
সময়ের ছন্দে পা মিলিয়ে নদীর তীর ঘেঁষে যত জনগণ ভারতের গঙ্গা চীনের ইয়াংসি মিসিসিপি ভিয়েতনামের মেকং ও সেই নদীতীরে কতশত পদাতিক দিগন্ত পেরিয়ে যে যার দেশে একদিন তারা পাবেই সন্ধান মুক্তির কল্লোলে দুলে দুলে মোহনায় . মিলবেই জনসমুদ্রে এসে . উন্মুক্ত সমুদ্রে এসে নতুন পৃথিবীর নব নব জনতা . মিলবেই জনসমুদ্রে এসে॥
আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়
আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী কেউ খাটি লেদে কেউ খাটি মিলিংয়ে কেউ খাটি ফার্নেসে কেউ খাটি শেপিংয়ে . এই সব মিলে মোরা কাজ করি। পৃথিবীর সব দেশ জুড়ে মোরা জানি আমরা এযুগের বঞ্চিত শ্রেণী।
কেউ বা এসেছি ভাই বিহার থেকে কেউ বা থাকি কেরালায় কটক জেলাতে সর্বস্ব খুইয়ে কেউ খাটতে এসেছি বাংলায়।
আমরা খুইয়েছি যে যার সব কিছু গ্রামে স্ত্রী শিশু ঘর হয়ে গেছে পর দলে দলে থাকি নিয়ে বস্তিতে ঘর তবু শক্তিতে মোরা সব খানদানি।
সেই সকাল থেকে লোহা পিটছি শুধুই রাত্রিতে হবে তার শেষ ঘরে ফিরে পাই যদি পোড়া রুটি কিছু জীবনটা মনে হবে একটু সরেস।
আমরা খুইয়েছি যে যার সব গ্রামে স্ত্রী শিশু ঘর হয়ে গেছে পর দলে দলে থাকি নিয়ে বস্তিতে ঘর তবু শক্তিতে মোরা সব খানদানি।
আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী কেউ খাটি লেদে কেউ খাটি মিলিংয়ে কেউ খাটি ফার্নেসে কেউ খাটি শেপিংয়ে . এই সব মিলে মোরা কাজ করি। পৃথিবীর সব দেশ জুড়ে মোরা জানি আমরা এযুগের সংগ্রামী শ্রেণী।