চারটি নদীর গল্প শোনো
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়
শিল্পী বিমল দের গাওয়া সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে
                  
গানটি শুনতে এখানে ক্লিক্ করুন . . .   

চারটি নদীর গল্প শোনো
দেখছে পৃথিবীর লক্ষ নয়ন
ভারতের গঙ্গা চীনের ইয়াংসি
মিসিসিপি ভিয়েতনামের মেকং
ও সেই চার নদী চার দেশে চার নদী
বইছিল একা একা যে যার দেশে
একদিন তারা পেলো যে সন্ধান
ঢেউ-এর গর্জনে দুলে দুলে মোহনায়
.        গড়িয়ে পড়লো সমুদ্রে এসে
.        উন্মুক্ত সমুদ্রে এসে
ও সেই চার নদী ও সেই চার নদী
.        মিলবেই তারা সমুদ্রে এসে॥

চারজন মাঝির গল্প শোনো
দেখছে পৃথিবীর লক্ষ নয়ন
কারো নাম পরাণ কারো নাম চাও
কেউ বা ইভান কেউ বা লুফাং
চারজন মাঝি চার দেশে চার মাঝি
বাইছিল নৌকা যে যার দেশে
একদিন তারা পেলো যে সন্ধান
ঢেউ-এর গর্জনে দুলে দুলে মোহনায়
.        গড়িয়ে পড়লো সমুদ্রে এসে
.        উন্মুক্ত সমুদ্রে এসে
ও সেই চার মাঝি ও সেই চার মাঝি
.        মিলবেই তারা সমুদ্রে এসে॥

সময়ের ছন্দে পা মিলিয়ে
নদীর তীর ঘেঁষে যত জনগণ
ভারতের গঙ্গা চীনের ইয়াংসি
মিসিসিপি ভিয়েতনামের মেকং
ও সেই নদীতীরে কতশত পদাতিক
দিগন্ত পেরিয়ে যে যার দেশে
একদিন তারা পাবেই সন্ধান
মুক্তির কল্লোলে দুলে দুলে মোহনায়
.        মিলবেই জনসমুদ্রে এসে
.        উন্মুক্ত সমুদ্রে এসে
নতুন পৃথিবীর নব নব জনতা
.        মিলবেই জনসমুদ্রে এসে॥

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও গান
*
আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়

আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী
কেউ খাটি লেদে কেউ খাটি মিলিংয়ে
কেউ খাটি ফার্নেসে কেউ খাটি শেপিংয়ে
.        এই সব মিলে মোরা কাজ করি।
পৃথিবীর সব দেশ জুড়ে মোরা জানি
আমরা এযুগের বঞ্চিত শ্রেণী।

কেউ বা এসেছি ভাই বিহার থেকে
কেউ বা থাকি কেরালায়
কটক জেলাতে সর্বস্ব খুইয়ে
কেউ খাটতে এসেছি বাংলায়।

আমরা খুইয়েছি যে যার সব কিছু গ্রামে
স্ত্রী শিশু ঘর হয়ে গেছে পর
দলে দলে থাকি নিয়ে বস্তিতে ঘর
তবু শক্তিতে মোরা সব খানদানি।

সেই সকাল থেকে লোহা পিটছি শুধুই
রাত্রিতে হবে তার শেষ
ঘরে ফিরে পাই যদি পোড়া রুটি কিছু
জীবনটা মনে হবে একটু সরেস।

আমরা খুইয়েছি যে যার সব গ্রামে
স্ত্রী শিশু ঘর হয়ে গেছে পর
দলে দলে থাকি নিয়ে বস্তিতে ঘর
তবু শক্তিতে মোরা সব খানদানি।

আমরা দুনিয়ায় খেটে খাওয়া মজদুর শ্রেণী
কেউ খাটি লেদে কেউ খাটি মিলিংয়ে
কেউ খাটি ফার্নেসে কেউ খাটি শেপিংয়ে
.        এই সব মিলে মোরা কাজ করি।
পৃথিবীর সব দেশ জুড়ে মোরা জানি
আমরা এযুগের সংগ্রামী শ্রেণী।

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
শতফুল বিকশিত হোক
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়

শতফুল বিকশিত হোক
.                যত আগাছা নির্মূল হোক
মোরা যুবকেরা সকালের সূর্য
জেনো আটটা নটার পৃথিবীতে আনবোই
.                নতুন এক বসন্ত।
মুক্ত জনগণ ভরিয়ে দেবে
.                পৃথিবীতে মুক্ত বাতাস।
যেখানে নারীরা থাকবে জুড়ে
.                পৃথিবীর অর্ধেক আকাশ।

.          ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
যারা কাফেতে মোড়েতে বসে আছ
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়
গনবিষাণ’-এর গাওয়া সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে
                        
গানটি শুনতে এখানে ক্লিক্ করুন . . .    

যারা কাফেতে মোড়েতে বসে আছ
আমি তোমাদের ছেড়ে চললাম।
তোমরা হতাশ-পেয়ালা ভরে নিলে
আমি রক্ত ঝরিয়ে কাঁদলাম।

চারমিনারের ধোঁয়াতে
জীবন-পেয়ালা জমাট কুয়াশা
ফ্লুরেসেন্ট আলোর মোড়ে মোড়ে ঘোরে
.        তৃষিত মুক্তিপিপাসা

আজ ভেঙে যাব, কাল জুড়ে যাব
তবু ভাঙতে জুড়তে চলেছি
কালবোশেখিটা তোমাদের দেব
খুঁজে আনতেই চলেছি।

ওগো হতাশ তোমরা কেঁদো না
কোনো সান্ত্বনা আমি দেব না
সূর্য ডোবার সঙ্কেতে দেখ
মুক্তিরঙের নিশানা।

সাহারা হৃদয় দাঁড়িয়ে যারা
মোড়ে মোড়ে আজও হতাশায়
আমার রক্ত ঝরে ঝরে যাক্
তাদের শূন্য পেয়ালায়

আজ ভেঙে যাব, কাল জুড়ে যাব
তবু ভাঙতে জুড়তে চলেছি
বিদ্রোহী আমি বিপ্লবে ডাক
তোমাদের দিতে এসেছি।

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
দুঃখের দিন মোদের আর থাকবে না রে না
কবি সমরেশ বন্দ্যোপাধ্যায়

দুঃখের দিন মোদের আর থাকবে না রে না
নতুন দিন দুনিয়া জুড়ে ঐ আসছে
নিপীড়িত মানুষের ডাক শোনা যায়
দুনিয়ার মজদুর এক হও।

দিন দিন
দিন দিন দিন দিন
আলো দিন খুশি দিন
আশা দিন সুখী দিন আসছে---

বহুকাল ধরে বাঁধা যে শৃঙ্খল
জোটের জোয়ারে তারে ভাঙো
জানি শ্রমিকের রাজ ছাড়া সবই নিষ্ফল
দুনিয়ার মজদুর এক হও।

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
কাল রাতে জো হিলকে স্বপ্নে দেখেছি
কথা – আলফ্রেড হেইস
সুর – আর্ল রবিনসন
রূপান্তর – সমরেশ বন্দ্যোপাধ্যায়
শিল্পী বিমল দের গাওয়া সমরেশ বন্দ্যোপাধ্যায়ের রূপান্তরিত এই
                 
গানটি শুনতে এখানে ক্লিক্ করুন . . .     


কাল রাতে জো হিলকে স্বপ্নে দেখেছি
জো হিল বেঁচে আছে তোমার আমার মতনই
আমি বলি, জো তুমি বহুকাল মৃত
( জো বলল ) আমার মৃত্যু হয়নি।

শিয়রের পাশে খাড়া জো-কে বললাম
সল্ট লেকে মারা গেছ তুমি মাইরি
ফাঁসালো তোমাকে ওরা খুনের দায়ে
জো বলে, মরিনি আমি।

তোমায় তামা খনির মালিকেরা খুন করেছে
ওরা গুলি করে মারলো তোমায়
বন্দুকে মারা যায় মানুষ থোড়াই
( জো বলল ) আমার মরণ হয় নাই।

জীবনের চেয়ে বড় দাঁড়িয়ে জো হিল
চোখে তার হাসির ঝিলিক
মারতে পারবে না যাকে, বলল জো হিল
( তাই ) দিকে দিকে গড়ছে মিছিল।

জো হিল, জো হিল আমি মৃত্যুঞ্জয়ী
জো হিল কখনো মরে না
যেখানে মজদুর স্ট্রাইকে সামিল
( জেনো ) সেখানেই থাকবে জো হিল।

সানদিয়াগো থেকে মেইন অঞ্চল
প্রতি খনি গহ্বর থেকে মিল
যেখানেই মজদুর গড়ছে লড়াই
( দেখ ) সেখানেই দাঁড়িয়ে জো হিল॥

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
কমরেড এসো, দলে এসো
কথা – বের্টোল্ট ব্রেখ্ট
সুর – হান্স আইস্লার
রূপান্তর – সমরেশ বন্দ্যোপাধ্যায়

কমরেড এসো, দলে এসো
কমরেড জেনে যাও কে তোমার আপন
শ্রমিকের দলেতেই থাকবে তুমি
কারণ খেটে খাওয়া তুমি একজন।

মানুষের তো মানুষেই পরিচয়
( কিন্তু ) খাবার তার তো কিছু দরকার
শুধু নীতির কথা কিম্বা বক্তিমে ভাই
বল খালি পেটে কত আর সয়।

মানুষের তো মানুষেই পরিচয়
( তাই ) জামা জুতো আরও দরকার
শুধু নীতির ক্যানেস্তারা পিটবে যদি
বল রুখবে কে শরীরের ক্ষয়।

মানুষ কি এতই অবান্তর
কারো লাথি কেন সে মুখে সইবে
তার পায়ের তলায় কেন রবে ক্রীতদাস
কিম্বা মাথার ওপর ঈশ্বর।

শ্রমিক তো আসলে সে শ্রমিক
তাকে মুক্ত করতে কে আর আসবে
( তাই ) শ্রমিক শ্রেণীর মুক্তি দুনিয়া জুড়ে
শ্রমিক তুমি-ই আনবে।

.       ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*