কবি সামসুল হক -  জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার টেকপাঁজা গ্রামে।

তিনি বি.এ. (অনার্স, বাংলা), বি.টি. পাশ করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।

তাঁর সম্পাদিত গ্রন্থ ও পত্রিকার মধ্যে রয়েছে  “নক্ষত্রের রাত”, “পাক্ষিক বাংলা কবিতা”, “পোস্টকার্ড
সংকলন”, “সিসিফাস”, “জল”, “ষাটের দশক” প্রভৃতি।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “চন্দনবিল” (১৯৬৪), “নিজের বিপক্ষে” (১৯৬৯ সম্ভবত), “প্রোটোপ্লাজম”
(১৯৮২), “বাংলাদেশের জন্য” (১৯৭১), “চলচিত্র” (১৯৭২), “ডায়েরি” (১৯৭৩), “মানিক বন্দ্যোপাধ্যা : এই
পৃথিবী” (১৯৭৮), “নিভন্ত মোমবাতির তলায় সাদা ঘোড়া” (১৯৭৫), “সোনার ত্রিশূল” (১৯৭৮), “দিশি ছড়া”
(১৯৮০), “পাপপূণ্য” (১৯৮০), “ভাতে পড়লো মাছি” বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে (১৯৮১), “খোকা ভাত খাবি
আয়” (১৯৮২), “ডুমোমাছি ও অন্যান্য ছড়া” (১৯৮৪), “কবির ভ্রমণ” (১৯৮৫), “তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়”
(১৯৮৫), “ইডেনের তৃণমূল” (১৯৮৬), “জ্বলন্ত আফ্রিকা ও অন্যান্য ছড়া” (১৯৮৭), “গ্রুপ থেরাপি” (১৯৮৮), “চুড়ুই
পাখির বিচার” (১৯৮৯), “এস রেণু” ১৯৯০ প্রভৃতি।


আমরা
মিলনসাগরে  কবি সামসুল হক-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।

উত্স -
উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেনপরেশ মণ্ডল সম্পাদিত “কবিতা : ষাট সত্তর” ১৯৮২
.        
উত্তম দাশমৃত্যুঞ্জয় সেন সম্পাদিত “আধুনিক প্রজন্মের কবিতা” ১৯৯১      

কবি সামসুল হক-র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৭০৬.২০১৩
...