.                                ধ্বনি থেকে প্রতিধ্বনি, আমার আমার।
রক্তমাখা দ্রোণফুল এখন রক্ত পতাকা হয়ে উড়ছে হাওয়ায়
জেলের টাওয়ার ছাড়িয়ে অনেক উঁচুতে মেঘের চূড়োয়।

.                     ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি সনৎ দাশগুপ্তর কবিতা
*

.                     ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
দ্রোণ ফুল
কবি সনৎ দাশগুপ্ত
( মে ১৯৭২, কবি দ্রাণাচার্য ঘোষকে মনে রেখে। ইস্পাতের পাতে মরচে ধরে না
কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি আমরা সংগ্রহ করেছি পুলক চন্দ সম্পাদিত কাব্য সংকলন
কলকাতায় বড়দিন
কবি সনৎ দাশগুপ্ত
( মে ১৯৭১, কবি দ্রাণাচার্য
দ্রুতলয় উন্মত্ত অর্কেস্ট্রার তালে তালে মাতালের বিকট চিত্কার:
“থ্রী চিয়ার্স ফর স্ট্রীপটীজ” --- ন্যাংটো মেয়ের নাচ।
আর ওই আলোর সামিয়ানা ছেড়ে একটু হেঁটে গেলে
সরাসরি বিপরীত অন্ধকারে জান্তব গলির মুখে ক্ষুধার্ত পতিতা
যীশুর জন্মদিনে শরীরের নরম মাংস বিকিয়ে
এক টুকরো রুটির সুখ কিনে নেবে---
নয়ত নিজস্ব শিশুর জন্য একটা সস্তার কেক
.                সাথে মায়ের মমতা
ব্যাস্ , এবারের মতো তার বড়দিন শেষ।

কলকাতার বড়দিন এরকমই হয়,
উত্সবের আলোয় ইন্দ্রপুরীর মতো বিপুল স্কাইস্ক্রেপারের পাশে
লক-আউট কারখানার শতছিন্ন লাগাতার তাঁবু ;
গ্রেট ইস্টার্ণের পঞ্চাশ টাকা পাউণ্ড কেকের পাঁচ হাত দূরে
সিকি পাউণ্ড রুটির জন্য সারাদিন হন্যে হকার
.                                        বেকার
.                তহবিলের কৌটো হাতে ছাঁটাই স্রমিক ;