কবি সঞ্জীব চ্যাটার্জীর কবিতা
www.milansagar.com
*
ছায়া ভালবাসা
সঞ্জীব চ্যাটার্জী  

প্রেয়সী আজ এসেছিলে মেঘ হয়ে
বেঁধেছিলে ঘনঘটা, ভেবেছিনু
লুণ্ঠিত হবে আজ ছায়া ভালবাসা
কোথায় শুধু গর্জন-ই সার!

.       *************************   
.                                                                                            
সূচিতে...   




মিলনসাগর
*
স্বপ্ন রঙিন
সঞ্জীব চ্যাটার্জী  

আমি যখন ঘুমের দেশে
ধুঁয়ার রাতে চাঁদের সাথে
অবাধ মেলামেশা,
পাগল পাখি ঝিকিমিকি
উড়িয়ে ডানা বিংশখানা
আকাশকুসুম চষা।

আমি যখন শালুক ফুলে
বাজাই বাঁশি ছিন্ন মুলে
চাপা অভিমান,
হংস শাবক সাতার কাটে
ঢেউ ছাড়িয়ে লিপ্তপদে
দুধসাগরে স্নান।

আমি যখন যোদ্ধা বেশে
হুমকার ছাড়ি অগ্নিকেশে
পক্ষিরাজে বসি,
ইন্দ্র অরুণ পালিয়ে ভয়ে
কাঁপে বরুণ হাতে নিয়ে
কালপুরুষের অসি।

আমি যখন নরক কুলে
কড়াই শুদ্ধ গরম তেলে
যমরাজকে জ্যান্ত,
অমনি যেন ডাক দেয়
কিরে উঠবি নচেৎ, অ্যায়
লাঠিটা আনত!

.       *************************   
.                                                                                            
সূচিতে...   




মিলনসাগর
*
‘বেড়াল ডেঙানো পাত’
সঞ্জীব চ্যাটার্জী  

ঘরের ভেতরটা ঠাণ্ডা হয়েছে বেশ
বাইরেটা গুমোট, লোহার চাকার রেশ!

ফিনিক্স পাখিটা ঘর বেঁধেছে মধ্যমায়
ডলার আঙটি বাঁকা, খাসা কল্পনায়!

ইউরিয়া পটাসে মালীর ফল এখন ভারী
‘আগে দর্শন ধারী তারপর জ্ঞানবিচারী’!

স্লাম আর ডগ মিলেমিশে একসাথ
অরুচি কিসের,‘বেড়াল ডেঙানো পাত’!

‘এখন ফুলে ফুলে শুধু মধু খাওয়া’
উঁই ধরা পাণ্ডুলিপিতে চাওয়া পাওয়া!

.       *************************   
.                                                                                            
সূচিতে...   




মিলনসাগর