কবি সঞ্জীব চ্যাটার্জী -র জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহরে।
২২ বছর বয়সে তিনি কর্মজীবনে প্রবেশ করেন, প্রথমে বেসরকারী সংস্থায় কম্পিউটার প্রশিক্ষক এবং পরে বাঁকুড়া শহরের একটি নামী কলেজের গ্রন্থাগারে পার্টটাইম কাজে। বর্তমানে তিনি একজন প্রাথমিক শিক্ষকের কাজে কর্মরত।
কবি সময় পেলেই কবিতা, গল্প লেখেন। তাঁর কিছু কবিতা "তিলত্তমা বাংলা", "গল্প কাবিতা.কম", "ফেসবুক" ও "কর্নফুলি" প্রভৃতি ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেই ওয়েবসাইট বা ওয়েব পত্রিকাগুলিতে কবির রচনা পড়তে নিচের লিংকগুলিতে ক্লিক করুন . . .