কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় -  জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি পেশায় একজন গ্রন্থাগারিক।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “অবিদ্যা”, “কুট্টিনী বিলাস”, “নীল বেগুনির শরীরের দেবী”,
“বসন্তপ্রকৃতি”, “ঠাকুরমার ঝুলির ভূমিকা”, “শ্রেষ্ঠ কবিতা” প্রভৃতি।

তাঁর প্রাপ্ত সম্মানের মধ্যে রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার, কৃত্তিবাস পুরস্কার, বাংলা আকাদেমি
অনীতা-সুনীলকুমার বসু স্মৃতি পুরস্কার।

সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা কবিকে প্রতিবাদী ভূমিকা নিতে দেখেছি। সেই  সময়ে
১৯.১১.২০০৭ তারিখে, নন্দীগ্রামের দ্বিতীয় গণহত্যার পরে (নভেম্বরের প্রথম সপ্তাহে সংঘটিত হয় নন্দীগ্রামে
তদানীন্তন শাসকদলের অপারেশন সূর্যদয়), ধর্মতলার “নন্দীগ্রাম মঞ্চে” সর্বজন শ্রদ্ধেয় বিদ্বজ্জন বর্ষীয়ান শ্রী
অম্লান দত্তর ৪৮ ঘন্টা ব্যাপি অনশন চলাকালীন কবি সেই মঞ্চ থেকে কবিতা পাঠ করেন।   


আমরা
মিলনসাগরে  কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।

উত্স -  নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০।       
.          দেশ-এর কবিতা ১৯৮৩ - ২০০৭।     


কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৬.০৬.২০১৩
...