কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়ের কবিতা |
সোনালী কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় যখন সূর্য্য ডোবার সময় হয়েছিল, সোনালী রদ্দুর বলেছিল- এখনি যেওনা ছেড়ে, বড় ভালোবাসি- আমার সকল দিয়ে ঘিরে রাখতে এ আকাশ । কিন্তু সে তো কবে ই শেষ হয়ে গেছে, এখন গোলাপীর আলিঙ্গনে মুগ্ধ আকাশ ফিরে ও দেখবেনা তোমাকে সোনালী; হেসে বলেছিল সূর্য্য, আকাশ তো আসবে ফিরে, রাত্রির গভীরে- নীলিমাকে দিতে সান্ত্বনা, তোমার সকাল তুমি রাখ যত্ন করে ভোরের আকাশ ঘিরে তোমার আঁচল থাক থাক চীর কাল , অমলীন, নীলের থেকেও নীল ও ই পূর্বাকাশে সোনালী রোদ্দুর হাসে ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
ছবি কথা বলে কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় এ অরন্য, ও ই মেঘ, এ ই যে গাছের সারি, ঐখানে এক পাতায় ঢাকা ছোট্টো কুঁড়ে বাড়ি, চলনা যাই মেঘলা দিনে বেড়িয়ে পড়ি পথে, পোষাক-আসাক, তেমন কোনো নাইবা নিলে সাথে শুধু ই কেবল মেঘের চাদর জড়িয়ে নিয়ে গায়ে, অনেক দূরে ও ই যে নীল পাহাড় দেখা যায় তার ছায়াতে নিজের ছায়া মিশিয়ে দেব আজ চল না যাই বেড়িয়ে পরি - থাক পরে সব কাজ ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
বিরহ কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় কতো দিন যেন দেখিনি সবুজ আর নীলের মাখামাখি ঐ অনেক দূরে- যেখানে আকাশ হয়েছে শুরু, কতোদিন শুনিনি ডাক- নিরাসক্ত নয় যেখানে মেঘের দামামা আর ঢেউএর গুরু গুরু।। ভেজা মাটির গন্ধ, বেল, জুই, চাঁপা কতোদিন বাসেনি ভালো কেউ, অসীম শক্তি নিয়ে আছড়ে পড়েনি ঢেউ তীরের উপর । শুধু কষ্ট বুক চাপা- মিথ্যা অভিনয়। কতদিন যেন দিখিনি তোমায় মনে হয় ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
রাধা উবাচ কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় জল ছিলনা চোখে আমার- পূর্ণ হয়নি আশা ? তাই কি এত কঠিন আঘাত চোখের জলে ভাসা ? বুঝতে যদি কোন গভীরে ডুব দিয়েছে মন ; দেখতে পেতে এই এখানেই রাধার বৃন্দাবন । চোখের জলের ভাষায় যদি হয় এ প্রেমের জয়, চাইনা অমন তুচ্ছ কিছু এমন পরিণয় । তুমি আছ দাঁড়িয়ে যেথায়, জগত সেখানে নেই, চলেও যদি যাও হে প্রিয় থাকবে এ প্রাণেই। চোখের জলের পাওনি দেখা পূর্ণ হয়নি আশা ! হৃদয় দিয়ে ঢেকেছি যে তোমার ভালবাসা ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
শূন্য হৃদয় কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় শূন্যতা এত অপূর্ণতা কেন জীবন জুরে থাকে? খুঁজব কোথায় কেমন করে পাব তাকে, আকাশ ভরা সূর্য তারার ফাঁকে ফাঁকে যে পূর্ণতার আভাস মেলে সব ফেলে আজ তাকেই শুধু খুঁজি। এ কেমন খেলা মন আমার তুমি খেলছে বল দেখি। শূন্য কে আজ পূর্ণ বলে হচ্ছে মনে। বনে বনে পাতায় পাতায় ফুলে ফলে জলে স্থলে কে যেন ডাক দিচ্ছে আকুল স্বরে শূন্য হৃদয় কার প্রেমে আজ ভরল এমন করে ! . **************** . সূচিতে . . . মিলনসাগর |