কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়ের কবিতা |
কেমন হয় সে দিন কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় কেমন হয় সে দিন, কেমন হয় সে রাত, কেমন হয় সে পথ চাওয়া। যেখানে হৃদয় দ্বারে প্রিয় তুমি কর আসা যাওয়া । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
কি করে ভুলতে পারি কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় কি করে ভুলতে পারি, কি করে ভুলতে পারি ফেলে আসা অতীতের কথা । বন্ধু আজ হও গাছ, আমি হতে চাই আশালতা ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
টুকর কথা- টুকর ব্যাথা কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় তবে কেন এসেছিলে কাছে ? আছে আছে আছে কেন হয়েছিল মনে- বার বার। অন্তর আমার তোমার অন্তরে । স্বপ্ন দেখা রাত-জাগা পরিনাম তার বুঝি এই - আবার ও কি বলতে হবে নেই নেই নেই- কিছু নেই । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
মনের ঘরে উঁকি দিয়েও কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় মনের ঘরে উঁকি দিয়েও নেই কো লাভ। 'আমি' তো আছে তোমার ঘরে- আর এখানে- শুধু তোমার অভাব . **************** . সূচিতে . . . মিলনসাগর |
আকাশের ঘন-নীল ভেদ করে কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় আকাশের ঘন-নীল ভেদ করে যত যেতে চাই । সেখানেও আছে আজ- শুধু নাই নাই ।। . **************** . সূচিতে . . . মিলনসাগর |
মেলাতে মেলাতে সুর কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় মেলাতে মেলাতে সুর তোমার সাথে- বীনা ছেড়ে একতারা- নেমেছি পথে । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
পথে পথে ঘুরে ঘুরে কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় পথে পথে ঘুরে ঘুরে- কাছে থেকে দূরে দূরে- ভাল লাগে ফিরে ফিরে আসা । আশা করে আছে এইখানে- স্থিরতার বাসা । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
মনের কথা মনেই থাকে কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় মনের কথা মনেই থাকে জীবনমুখী ঢেউ । তবুও নতুন ছন্দ-ছারা, হারান সুরের গন্ধে-ভরা আমার জীবন যন্ত্রণা বা ভীষণ ভালোবাসার কথা, শুনতে চায়না কেউ । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
তুমি আসছ ফিরে আমার গানে কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় তুমি আসছ ফিরে আমার গানে, আসছ ফিরে আমার প্রানে, সেই তো পরম পাওয়া । কেউ যদি তা নাইবো শোনে, নাই বোঝে তার মানে, বার্থ তবু হবেনা তো আমার এ গান গাওয়া । . **************** . সূচিতে . . . মিলনসাগর |
অনেকদিন কবি সান্ত্বনা চট্টোপাধ্যায় অনেকদিন- মনে হয় অনেকদিন আগে, হয়নি দেখা, হলনা দেখা এমন দুঃখ জাগে । আজ এ- কোন নতুন দিনের সকালে, সোনার বরন সূর্য এসে মনের ঘুম ভাঙ্গালে ! . **************** . সূচিতে . . . মিলনসাগর |