কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়ের কবিতা
*
ফিরে আয়
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

সীমা পারাপার দ্বর্থহীন ভাষায়
জয় করেছ  সীমানা ছাড়িয়ে ,
তবু তুমি হাঁটছ একা ,
যুগ যুগান্তর ।
কি করে পার-
সব কিছু  হারিয়ে পরিপূর্ণ –
শুধু অনুভবে চূর্ণবিচূর্ণ কর তাকে
যে ডাকে তোমায় –ফিরে আয় !
ফিরে আয় ।।

.   ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
আমরা কবির কাছে কৃতজ্ঞ কারণ এই সব কবিতাই কবি নিজে আমাদের টাইপ করে পাঠিয়েছেন।
*
তুমি আসবে কি
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

তখন ঝড়ের শেষে খর কুটো হলুদ পাতারা
বিছানা পেতেছে-
ছড়িয়ে রয়েছে লাল কৃষ্ণচূড়ারা –
ধুলোয় ঢেকেছে চোখ দুটো –
এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত
গাছের মত আমিও দাঁড়িয়ে রাজ পথে ।
তুমি আসবে কি আসবেনা -
হলুদ বসনা আমি তীর্থের কাক ।
সেদিন বয়স ছিল কুড়ি ।।
অনেক দশক পাড় করে –
বর্ষার ঘনঘটা – জলে ভেজা রাতে
জানালার গ্রিল ধরে চোখ পেতে রাখি –
অন্ধকারের পথ পাড় করে দিতে-
তুমি আসবে কি!

.   ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
বন্ধু আমার
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

মনের ভিতর আগুন
জ্বলে পুড়ে ছারখার
নদীটা আমার ;
দাবানল আজ বনাঞ্চলে –
শাড়ির আঁচলে ঢেকেছি
সে হাহাকার ।
যত টুকু বালি তলানিতে ,
ঝড় আসে - ছারখার –
এই নদী তবু  পারবে
কি বেঁচে ফিরে এসে –
সাগরের ডাকে সাড়া দিতে ;
প্রতিজ্ঞা আমার
হবে কি পূরণ ।
দূর থেকে কোনো আপনজন –
ছুঁড়ে দেয় এক টুকর আকাশ
মেঘ মল্লার
তার সেই দানে –
আপ্লুত এই মন জানে -
টুপুর-টাপুর বৃষ্টির পর
ঝরবে শ্রাবণ ধারা  -
ছাপিয়ে দুকুল ছুটবে সে ঠিক তার পথে-
মানবে না হার –
বন্ধু আমার অঞ্জলি পেতে নিয়েছি সে উপহার ।।

.
         ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
খুঁজেছি তোমায়
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়


খুঁজেছি তোমায় আমি অনেক খুঁজেছি ,
রোদে ঝরে বৃষ্টিতে ,
সকাল সন্ধ্যায় ,
বৃষ্টি মাখা ছাতে ফোটা রজনীগন্ধায় .
মাঠের সবুজে আর আকাশের নীলে
বইয়ের পাতাতে আর কাগজে কলমে ,
কবিতার ছন্দে আর গদ্য কবিতায় ,
পেয়েছি তোমায় তবু
পাইনি বলা যায় ;
আস তুমি তবু কেন সব টুকু নয় .
সব খানে যেন কিছু ফাঁক থেকে যায় .
ধোঁয়া ওঠা কাপের চায়ে ,
চুমুকে খুঁজেছি ,
বোতলের তরলে তুমি আছ সে বুঝেছি .
আকন্ঠ পান করে রক্ত কনিকায় ,
ধীরে ধীরে মিশেছ তুমি ,
শিরায় শিরায়
এসেছ ,
তোমার সাথে রাত কেটে যায় .
তবু যাও চলে . ,ঠিক
যেমন ভাবে নেশা ছেড়ে যায় .
তুমি আছ চেতনাতে
চির আনন্দময়ী -
তবু কেন সব টুকু ফাঁকি মনে হয়

.          ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
সুন্দর
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

যখন  সুন্দর তুমি কথা বল,
মিষ্টি হেসে ভালবেসে –
যখন আমার মনের মধ্যে
ফুল বাগানের দোয়েল ডাকে সুরে ;
দূরে দূরে বহু দূরে ছড়িয়ে থাকে
সেই আবেগের রেশ ।
ঠিক তখনি মেঘের ভেলায় সয়ার হয়ে
বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যায় যে
আমার মন – কোন অজানার দেশ ।।

তখন সন্ধ্যা সূর্য ঢলো ঢলো –
শহরজুরে নিয়ন বাতি জ্বলে ।
আমার তখন দেয়াল ভাঙ্গার খেলা ,
কলকাতাটা তখন অস্তাচলে ।

উঁকি দিয়ে আমার ছোট্টো ঘরে,
উড়িয়ে নিয়ে যায় কে আমার মন ।
আমি থাকি জানলার গ্রিল ধরে,
মনের ভিতর ঝড় ওঠে শন শন ।

যখন তুমি আমার এ হাত ধর,
মিষ্টি হেসে ভালবেসে -
তখন আমার বুকের ভিতর ঢাকের বাদ্যি ,
মাথার উপর আকাশ ভরা তারা
ঘরের যত ইট পরে যায় খসে ।
ছোট্ট আমার বাসায় তুমি
উঁকি দিয়ে গেলে কেন অসীম শূন্যে মিশে ।

.          ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
বিশ্বাস
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

এখনো আছিস তুই এখনো আছিস
এক টুকরো আলো হয়ে অন্ধকার এ মিশে
যে কালে যে দেশে
মন্দির এ মসজিদ এ কাশী বা মেক্কায়
মরেনি মানুষ .
সে কাল সে দেশ থেকে ছেরেনি বন্ধন
যত খুন যত মৃত্যু যত অহংকার
আকাশ বাতাস ভরা যত হাহাকার
যত রক্ত লাল
শিরায় শিরায় নাচে
তারও চেয়ে শক্তিময়ী
এক বিন্দু বিশ্বাস
ধরেছে নিশ্বাস
ঘৃনা তাকে পারবেনা ছুঁতে ..

.       ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
তুমি কোথায়
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

যে তীব্র আকর্ষণে,
তীক্ষ্ণ যন্ত্রণায়
এতকাল বেঁধেছ আমায় ,
সে কোথায় !
কোথায় সে গেছে হারিয়ে !
তুমি আমি আজো দাঁড়িয়ে ।
মাথায় আকাশ ।
শিকড় ধরেছে মাটি
ডাল-পালা গেছে ছড়িয়ে ।
তবু কেন সে বাঁধন
গেছে হারিয়ে !

যন্ত্রণা আজো পাকে পাকে
সাপের মতন
মোহময় আকর্ষণে  ডাকে-
অজানা ভাষায় ।
অন্তরের অন্তঃস্থল থেকে
উঠে আসে ধ্বনি ,
আমি একা কান পেতে শুনি ,
দেশ-কাল পার করে ওঠে সীৎকার ,
আমি কার! আমি কার !
চেয়ে দেখ সে বাঁধন যায়নি হারিয়ে ,
সৃষ্টির আদিতে ডেকেছি যে-
আমি আছি তোমার ভিতর।

.       ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
নারী তুমি কে
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

আমি শক্তি, আমি সৃষ্টি আমি কামনার উৎস মুখে থাকি
আগ্রাসী ক্ষুধা জঠরে আগুন জ্বালি সমগ্র বিশ্ব ধরে রাখি,
কাল-ব্যাপী, দিক-জয়ী লোলুপ রসনা আমার
মোহ-মায়া বিছায়ে রাখে পথে
ধরা পরে সেথায় পাতকী ।।

আমি দয়া, আমি মায়া  আমি মমতাময়ী নারী ,
আমার ছায়ায় এসে ভিক্ষা করে শান্তির বারি
সমগ্র পুরুষ জাতি সন্তান আমার
কন্যা, ভগিনী, মাতা আমি
আমি সন্তান জঠরে ধরে রাখি ।

.       ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
সুরঞ্জনা
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

তার চোখে কোন ব্যাথা,
তার মনে কি যে কথা ,
জেনে কি হবে গো তোমার ।
দিন আসবে , দিন যাবে ,
সংসার গভীর হবে ,
মনে কি রাখবে সেতার -
কার হাতে বাজে সুরে ,
কার মন-প্রাণ জুরে –
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ,
স্বপ্নরা পাখা মেলে প্রজাপতি প্রায় ,
মায়াজালে বাঁধা পরে ভেঙ্গে ভেঙ্গে যায় ।
এখানে কুঞ্জবনে গাছের ছায়ায় ,
দুজনার বাসা নেই,
প্রেম-ভালবাসা নেই,
আছে স্বপ্ন, আছে গান, সুর আর তাল ।
সে তার একার -
ছোটো বড় ব্যাথা যত ভাসিয়েছে জলে ,
মনের মণিকোঠা ডুবেছে অতলে ।
নেই কষ্ট আর ।
তার হাত বাজে সুরে,
তার মন প্রাণ জুরে ,
শুধু স্বপ্ন, শুধু মায়াজাল ।
কেন মিছে ডাক তাকে ,
ফিরবে না কারো ডাকে
সুরঞ্জনা সুরের মাতাল ।।

.       ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
এই খোলা আকাশ
কবি সান্ত্বনা চট্টোপাধ্যায়

এই খোলা আকাশ বাতাস এখানেও বন্দী বাস করে
অবিশ্বাস সন্দেহ ঘিরে থাকে
সহজ সরল জীবন করে
গলাচাপা অন্ধকার
বলব কি বলবনা ভেবে ভেবে
দিন কেটে গেল
অনেক বছর পার করে এসেছি দ্বিধায়
থেকেছি বুকচাপা যন্ত্রনায়
এখন এড়িয়ে যাই সাবধানে
যার মনে
আমার জন্য প্রতি পদে পদে
তীক্ষ্ণ বিচার
শেষ বেলায় সে আশ্রয়
দুরে থাক - যত দিন আরো আছি
পৃথিবীটা ভালোবাসাময়
আমার ছোট্ট মাটির ঘর
আদিগন্ত খোলা
সেখানে এস বন্ধু সময় অসময় ..

.       ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর