কবি সরযূবালা সেনের কবিতা
*
দেয়ালি
কবি সরযূবালা সেন

আঁধার রাতি উজার করি উজল হল দিশি
দীপের মালা পরিয়া গলে রূপসী আজ নিশি।
.        হৃদয় ভরা নবীন অনুরাগে,
.        আঁধারে আজি দেবতা মম জাগে,
দয়িতে আজি পূজিতে চাহি প্রণয় শতদলে,
আঁধার রাতি উজার করি অযুত বাতি জ্বলে।
.        আকাশে আজি আসেনি শশধর,---
.        চাঁদিনী নিশি হাসেনি মনোহর,
দীপের ছায়া আকাশ-পটে তারকা হয়ে ফোটে,
আঁধার রাতি উজার করি হরষ-ধারা ছোটে।
.        নিঙাড়ি লয়ে চাঁদের মত আলো---
.        ধরার পরে ঢালো গো আজি ঢালো,
পথের ধারে আলোর মালা পরায়ে দিলি সিঁথি
সহরি রাতি জাগরি রহ দেয়ালি আজি তিথি।

.             *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
কোমর বেঁধে চল্
কবি সরযূবালা সেন

আজ খুঁড়বো মাটি তুলবো সোনা,
শুনবো না আর কারো মানা,
চষলে মাটি ফলবে দানা,
এ যে অন্নপূর্ণার কল্।
তবে ভাবনা কিসের বল্,
চলরে সবাই চল্,
কোটি কোমর বেঁধে চল্।
মাটিতে আছে সোনার খনি,
বাহুতে আছে বল!
তবে ভাবনা কিসের বল্,
চল্ রে সবাই চল্,
কোটি কোমর বেঁধে চল্।

বল্ অন্নপূর্ণার নাইকো মানা,
মাটি সবার, সবার সোনা,
নাইকো নাইকো মহাজনা।
দুনিয়া কার দখল?
ভাবনা কিসের বল্
চলরে সবাই চল্
কোটি কোমর বেঁধে চল্!

.   *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর