কবি সরযূবালা সেন – বিখ্যাত দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীলের কন্যা। ইংল্যাণ্ড থেকে শিশুদের শিক্ষা
সম্বন্ধে শিক্ষা লাভা করে দেশে ফেরেন।
১৯১৫ সালে তাঁর প্রথম বিয়ে হয় কবি দেশবন্ধু চিত্তরঞ্জন-এর ভাই বসন্তরঞ্জনের সঙ্গে। প্রথম স্বামীর মৃত্যুর
পর দেশবন্ধুর বিপত্নীক ভগ্নীপতি শরত্চন্দ্রের সঙ্গে তাঁর পুনর্বিবাহ হয়।
তাঁর রচিত গ্রন্থগুলি হলো “বসন্ত প্রয়াণ” (১৯১৪), তত্ত্বনাটক বা নাট্যাকারে প্রবন্ধ “ত্রিবেণী সঙ্গম” (১৯১৪), জমি-
মূলধন-শ্রম-এর সমস্যা নিয়ে নাটক “দেবত্তর বিশ্বনাট্য” (১৯১৫), “অন্নপূর্ণা”। প্রথম স্বামীর মৃত্যুর পরে লেখা
কতগুলি শোক-প্রবন্ধ “বসন্ত প্রয়াণ”-এর ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন সম্পাদিত
“নারায়ণ” পত্রিকার লেখিকা ছিলেন।
আমরা মিলনসাগরে কবি সরযূবালা সেনের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবির জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
উত্স --- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
. দামিনী”।
. শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩।
কবি সরযূবালা সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১০.১১.২০১৪
...