কবি সরল দের কবিতা ও ছড়া
*
তারা
কবি সরল দে

.        একটা উঠোন দশ-বারোটা ঘর,
চটজলদি চাটাই পাতে তার ঘরে আসগর
.        লম্ফ জ্বেলে পড়বে ছেলে
.                দসকেলাশের বই,
মশা ভ্যানভ্যান ঘরে আম্মার
.                হাতপাখাটা কই ?

আকাশতলায় এদিক ওদিক খাটিয়া চৌপায়া
গাছের মাথায় তারার আলো তলায় আলোছায়া
রিকশাচালক বাবা ঘুমোয় দড়ির খাটিয়াতে
ঢুলতে ঢুলতে ঠাম্মাবুড়ি দাওয়ায় আঁচল পাতে
চারপহরের তারা ফুটলে রাত পেরিয়ে এলে
চাটাইপাতা ঘরে ঘুমোয় বইপড়ুয়া ছেলে

.        স্বপ্ন দেখার এই তো অবকাশ
ঘুমতি নদীর ঢেউ ভাঙে আর ফুল ঝরে একরাশ
.        বারোঘরের এক উঠোনে
.                কেন হুলুস্থুলু ?
.        মাধ্যমিকের একটি তারা
.                ওই যে রফিকুল

.               **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ছুটি
কবি সরল দে

ছেলেটার মাথা আছে
ব্যাগ পেন ছাতা আছে
যা-যা থাকে আছে সব---
.        অ থকে ঔ-টা |
ওয়াটার বটলের
কী বাহার! পটলের
ছক্কা ও লুচি ভরা
.        টিফিনের কৌটা |
কটা বাজে ? দ্যাখ্ দ্যাখ্
খাঁচাগাড়ি প্যাঁক প্যাঁক,
তবু ছেলে ধরে আছে
.        আঁচলের খুঁটটি |
কী যে চায়, চায় কী যে!
চোখদুটো ভিজে ভিজে,
চায় বাবাদের মতো
.        শনিবারে, ছুট্টি! ছুট্টি!

.    **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ছোট্ট ছোট্ট মুঠি
কবি সরল দে

বোমা বানায় মানুষ
মানুষ মরে বোমায়
.                তবু
.                বানায় কেন ?
ছোট্টরা আজ তোমায়
প্রশ্ন করে যদি
.                তবে
.                বলবেটা কী ?
দাঙ্গা বাধায় মানুষ
মানুষ মরে তাতে
.                তবু
.                বাধায় কেন ?
হাত ঘুরোলে হাতে
যেই না পড়ে মোয়া
.                কেড়ে
.                খাচ্ছে কারা ?
বড়গাছের চারা
ছোট্ট ছোট্ট মুঠি
.                এখন
.                হাওয়ায় নড়ে
যারা হিংসেকুটি
ধরে তাদের ঝুঁটি
.                দেবে
.                ছুঁড়েই দেবে!

.    **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
চিংড়ি
কবি সরল দে

ঘরকা চিংড়ি ঘাটকা চিংড়ি
আটকা জলে টাটকা চিংড়ি
চিংড়ি মাছেক গয়নাগাটি
গায়না ছাড়া হয় না খাঁটি |

চিংড়ি চিংড়ি বড়কা চিংড়ি
ঘাটকা চিংড়ি ঘরকা চিংড়ি
চিংড়ি গেল হাটেবাটে
খিদিরপুরের জাহাজঘাটে |

চিংড়ি গেল এদিক-ওদিক
চিংড়ি গেল মেরিকায়
চিংড়ি মাছের কারিকুরি
জনের মেয়ে মেরি খায় |

.    **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ছুটির ছড়া
কবি সরল দে

হলুদ বনে কলুদ ফুল
ঢেউ ছলছল নদীর কূল |
তাক কুড়াকুড় তাকুড় তাকুড়
নদীর কূলে হুলুস্থুল |

শিউলি ডালে ফুটল ফুল
হাওয়ায় ওড়ে খুকুর চুল |
ফুল কুড়োতে সঙ্গে গেল
আমিনা আর আনিসারুল |

ঝুমকোলতা দোদুল দুল
আকাশ তলায় কে চুলবুল |
পাঠশালাতে লম্বা ছুটি
আটচালাতে হাউস ফুল |

.    **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ম্যান ইটার
কবি সরল দে

কেঁদো বাঘ কাঁদে কেন,
দাঁতে বড় বেদনা ?
বাবা-বাছা করে মাসি
বলে, ‘আর কেঁদো না |’

নাড়ি টেপে জিভ টানে
ভাগিনেয় শৃগালে,
বলে, ‘মামা হাঁ করুন
ট্যাবলেট দি গালে |’

বাঘ বলে ‘দাঁতে নয়---
ব্যথা এই লিভারে,
কেঁদে কেঁদে ভুলে গেছি
জন্মেছি কী বারে!

ভেজালের বিষ ছিল
মানুষের শরীরে,
হাড়-মাস খেয়ে তার
অকালেতে মরি রে |’

ভাগিনেয় বলে, ‘হুম্’ |
মাসি করে হরিনাম,
হায় ম্যান-ইটারের
হল এ কী পরিণাম!

. **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
দুই বিবি
কবি সরল দে

পটের বিবি পটেই ছিল
বললে আমায় পটুয়া,
রং দিয়েছি ঢং দিয়েছি
দিই নি হাতে বটুয়া |

তাসের বিবি তাসেই ছিল
হঠাৎ ঝোড়ো বাতাসে,
ধাঁ করে সে উড়েই গেল
চৈত্র মাসের সাতাশে |

বিবিরা সব কোথায় আছে
পাণ্ডু রাজার ঢিবিতে
দুই বিবিতে ভাবছে এখন
নাচ দেখাবে টি.ভি.-তে |

.   **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
আরব্য আজব
কবি সরল দে

কেল্লা ফতে! কেল্লা ফতে!
.                বলল নেচে আলিবাবা |
এতনা দয়া খোদাতালার---
.                লাগল জোড়াতালি বাবা!
.        চিচিংফাঁকের ফ্যাচাং ভারী
.        ঘ্যাচাং করে কাটল দাড়ি---
দাড়ি তো নয়, আস্ত গলা
.                করল কেটে ফালি বাবা!!

আশ্চর্য প্রদীপ জ্বলে,
.                দৈত্য বলে, মজুরি চাই |
নইলে বাপু মটকাব ঘাড়
.                করব না ‘জো-হুজুরি’ ছাই |
.        আলাদিনটা রাঙামুলো!
.        ছাই ফেলতে ভাঙা কুলো
এই আমিটা আস্তাকুড়ে
.                ফেলে আসছি দো-ঝুরি ছাই!!

.             **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
যন্তর মন্তর
কবি সরল দে

যন্তর মন্তর
এক হাত অন্তর |
ঝক ঝক ঝক্কর
ঘোরে চাকা চক্কর |
দাউ দাউ চুল্লি
ওড়ে ঝুল ঝুল্লি |
দম নিতে কষ্ট
কলজেটা নষ্ট |
ভ্যাঁপ ভ্যাঁপ ভাঁপ্পর
শব্দের থাপ্পর |
চাও যদি বাঁচতে
আহ্লাদে নাচতে |
নাকে দাও ছাঁকনি
কানে দাও ঢাকনি |
টরে টরে টক্কা
নেই তবু রক্ষা |
হও নীলকণ্ঠ
পরমাণু ছাই মেখে
খাও কচু ঘন্ট |

. **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ভোরাই
কবি সরল দে

একটি ছড়ায় ঘুমায় খুকু
একটি ছড়ায় জাগে
রঙিন ছড়া ফুলটি হয়ে
ফোটে কুসুম বাগে |
একটি ছড়ায় রাঙা মামার
টুকটুকে লাল জামা
আকাশ-মায়ের কোল ছেড়ে ওই
দিচ্ছে কেমন হামা!
একটি ছড়ায় ঘুম ভেঙে যায়
ভোর হল ভোর হল
কবি ডাকলেন ভোরাই ছড়ায়
ও খুকু দোর খোলো |
একটি ছড়া ঘুঙুর হয়ে
খুকুর পায়ে বাজে
নাচতে নাচতে শিউলি কুড়োয়
ভরে কোঁচড়টা যে!

.   **********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর