বোমা বানায় মানুষ মানুষ মরে বোমায় . তবু . বানায় কেন ? ছোট্টরা আজ তোমায় প্রশ্ন করে যদি . তবে . বলবেটা কী ? দাঙ্গা বাধায় মানুষ মানুষ মরে তাতে . তবু . বাধায় কেন ? হাত ঘুরোলে হাতে যেই না পড়ে মোয়া . কেড়ে . খাচ্ছে কারা ? বড়গাছের চারা ছোট্ট ছোট্ট মুঠি . এখন . হাওয়ায় নড়ে যারা হিংসেকুটি ধরে তাদের ঝুঁটি . দেবে . ছুঁড়েই দেবে!