কবি সরল দের কবিতা ও ছড়া
*
মা
কবি সরল দে

রাত |
একটা ছেলের মাথায় ছিল
তারায় ভরা
ছাত |
স্বপ্ন নাকি দেখছিল সে
মায়ের দুটি হাত
দিচ্ছে বেড়ে কুসুম কুসুম
একটি থালা
ভাত |
রাত |

চুপ |
আবছা আলোয় আকাশপাড়ায়
চোখ-ছসছল একটা তারায়
ফুটে উঠল ঘুঁটেকুড়ুনি
মা জননীর
রূপ |
শিউলিতলায় শিশিরফোঁটা |
ঝরে পড়ল
টুপ |
চুপ |

. *********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
আপ্যায়ন
কবি সরল দে

আসুন আসুন বসুন বসুন
হেলান দিয়ে সোফায় |
ময়লা কেন জামা-কাপড়,
দেয় নি কেচে ধোপায় ?

দোহাই দাদা, দাগ না লাগে
সামলে নিয়ে বসুন |  
খবর-টবর ভাল তো সব ?
কেমন আছেন প্রসুন ?

পায়ের ধুলো দিতে এলেন ?
বড্ড ধুলো পায়ে!
দুঃখ পাব ভুলেও পাটা
তোলেন যদি সোফায় |

ডবলডেকার বাসে এলেন ?
ভিড় কি ছিল ভারি ?
বলেন কি ভাই, বাসের সিটে
ছারপোকা এককাঁড়ি |

এই রে খেলে, উঠুন উঠুন
পালান পালান পালান,
বাসের থেকে সোফায় যদি
ছারপোকা হয় চালান |

এই যা, বড়ো ভুল যে হল,
চলবে না কি চা-টা ?
নেহাত যদি যাবেন, দাদা,
আচ্ছা তবে টা-টা |

. *********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
নদীর জন্য
কবি সরল দে
শ্যামকান্তি দাশ সম্পাদিত ছোটদের আবৃত্তির ছড়া ও কবিতা, ২০০৮ থেকে পাওয়া।
কবিতাটি এখানে তোলার অনুরোধ করেছেন মনজুর রহমান, ইমেল
mrahaman818@gmail.com
মিলনসাগরে প্রকাশ - ১৬.১১.২০১৮।


তিন নামে তিন গ্রাম ছিল আর মাঝখানে এক নদী
ফেউ ডাকত রাত-বিরেতে বাঘ ডাকত যদি।
ঢেউ ছিল কি নদীর ঘাটে কেউ ছিল কি ঘাটে?
নাও ভেড়ালেন জব চার্নক সুয্যি গেল পাটে।

তারপরে সেই লোহা-লক্কড় পাথর চাকা-টাকা
জমতে জমতে গাছপালা ঘাস কবেই পড়ে ঢাকা।
কেল্লা বাড়ে জেল্লা বাড়ে মানুষ বাড়ে কত
শহর বাড়ে বেড়েই চলে বাড়ছে অবিরত।

অদল-বদল পালাবদল, গেল কয়েক শতক
ভাঙল আবার গড়ল তবু আছে কতক কতক
নেই সে গ্রামের চিহ্ন কোথাও, নেই সাহেবের গদি
কিন্তু আছে শহর জুড়ে ঢেউ-ছলছল নদী।

ভাগ্যে নদী বইছিল তাই বহর এল ভেসে
জব চার্নক নাও ভেড়ালেন, শহর হল শেষে।
ওই যে নদী বইছে আজো নইলে হত কী যে---
শহর কি আর রইত বেঁচে একলা নিজে নিজে।

.
            *********************     


.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর