কবি সরল দে – জন্মগ্রহণ করেন হাওড়া জেলার সালকিয়ায়। আনন্দবাজার পত্রিকা জানিছেন যে তিনি
জয়নগর মজিলপুরে, তাঁর মামার বাড়ীতে জন্মগ্রহণ করেন। আমরা দুটোই রাখলাম। তিনি ছিলেন বিশিষ্ট
ছড়াকার, কবি ও শিশু-সাহিত্যিক এবং বিভিন্ন কাব্যসংকলনের সম্পাদক।

তাঁর প্রথম গল্প প্রকাশিত হয় মাত্র ১২ বছর বয়সে প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত রংমশাল পত্রিকায়। পরে
মৌচাক, শিশুসাথী, আনন্দমেলা, কিশোরভারতী, শুকতারা সহ বহু পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে
থাকে।

তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে “ইস্টিশানের মিষ্টি গান”, “আঁকন বাঁকন”, “ভয়তাড়ুয়া”,  “ভোর আকাশের
তারা”, “বনমুলুকের উলুক ঝুলুক”, “ল্যাজকাহিনী”, “বাঘু কে নিয়ে গপ্পো”, “এক জাহাজ গপ্পো”, “যন্তর মন্তর”  
প্রভৃতি।

তাঁর সম্পাদনার  মধ্যে রয়েছে খুব ছোটদের "শতদল", পাক্ষিক “ঝুমঝুমি”, সাহিত্যপত্র “ পর্ণপূট”, "টগবগ"
পত্রিকা। কাব্য সংকলন “পাঁচশো বছরের কিশোর কবিতা” ( নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে ), ১৯৯২ সালে
বিদ্যাসগরকে উত্সর্গিত কবিতার সংকলন "সাগরমঙ্গল"।

তিনি ভুষিত হয়েছেন সুনির্মল স্মৃতি পুরস্কার, অমৃত কমল পদক, শিশু সাহিত্য সংসদের  শ্রেষ্ঠ  
শিশুসাহিত্যিক পুরস্কার এবং বিদ্যাসগর পুরস্কারে।

আমরা
মিলনসাগরে  কবি সরল দের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।


উত্স
নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সরল দে সম্পাদিত কাব্য সংকলন "পাঁচশো বছরের কিশোর কবিতা" ১৯৮৮
আনন্দবাজার পত্রিকা, কলকাতার করচা, ১১.১.২০১৬।     

কবি সরল দের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১০.০৮.২০১৩
ছবি সহ পরিবর্ধিত সংস্করণ - ২৪.২.২০১৮

নদীর জন্য কবিতা - ১৬.১১.২০১৮

...