কবি সরলাবালা দাসী - কলকাতার সুপ্রসিদ্ধ অক্রূর দত্তর বাড়ীর মেয়ে। তাঁর স্বামীর নাম হেমেন্দ্রনাথ
মিত্র। তিনি আলিপুরের একজন ন্যায়জীবী বা উকীল ছিলেন।

১৩১৮ বঙ্গাব্দে (১৯১১) তাঁর কাব্যগ্রন্থ  “মিরণ” প্রকাশিত হয় শ্রী প্রকাশচন্দ্র দত্তর প্রকাশনায় এবং ১ নং
অক্রূর দত্ত লেনের “বী” প্রেস থেকে তা ছাপা হয়। কবির লোকান্তরিতা স্নেহময়ী কন্যার স্মৃতিকে
ধরে রাখবার জন্য এই কাব্যগ্রন্থের রচনা। এই গ্রন্থের প্রায় একশোর মত খণ্ডকবিতার মধ্যে বেশীর ভাগই
ব্যক্তিগত শোকোচ্ছ্বাস। অন্যান্য কবিতা বৈরাগ্য, নৈরাশ্য ওবং ঈশ্বর-ভক্তির ভাবনায় রচিত।

প্রায় একই সময়কালে আরও একজন কবি খ্যাতি লাভ করেন যাঁর নামও ছিল “সরলাবালা দাসী”।
কবি সরলাবালা সরকার  অনেক বই লিখেছিলেন “সরলাবালা দাসী” নামেই। তাই পরবর্তীতে অনেকেই
সরলাবালা সরকারকে”, “সরলাবালা দাসী”র সাথে গুলিয়ে ফেলেন। এই ভ্রম দূর করার জন্য আমরা
মিলনসাগরে এই দুজন কবিরই কবিতা তুলেছি, তাঁদের জীবনের যাবতীয় লব্ধ তথ্য সমেত।  

আমরা
মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে এই কবিতা পৌঁছে দিতে পারলে আমাদের
এই প্রচেষ্টার সার্থকতা |

কবি সরলাবালা সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

উত্স -  যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৯৩০  



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতার প্রথম প্রকাশ - ২০১২
পরিবর্ধিত সংস্করণ - ৮.১১.২০১৪
...