কবি সরমা বসুর কবিতা
*
আমারে ক্ষমিও তুমি
কবি সরমা বসু

আমারে ক্ষমিও তুমি, ক্ষম মোর জীবনের ভুল ;
ক্ষম মোর অপরাধ--- দিয়েছিনু হাতে দুটি ফুল।
যে কথা কহিয়াছুনু পূর্ণিমার কোন মধুরাতে,
সেই কথা ক্ষম তুমি, কোন স্মৃতি রহিলনা সাথে।
মিলিবে কত না সাথী পথে তব দিবসে সন্ধ্যায়
তুমি তো হইবে সুখী? সেই ভালো, হে বন্ধু বিদায়!
অতীতের কথাগুলি যদি মনে জাগে কোন দিন,
আজিকার সত্য যদি মিথ্যা মাঝে না হয় বিলীন---
শুধাইও নিরজনে ঝরা-পাতা মল্লিকার বনে
কি কথা হলো না বলা, কি অমৃত রহিল এ মনে ;
সে যে মোর প্রেম ওগো, প্রাণে যাহা ছিল চিরকাল---
তোমারে দানিয়া যাহা চিরতরে হইনু কাঙাল।

.              *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর