কবি সরোজ দত্ত-র কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
রবীন্দ্রনাথ অরণি, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ২২ অগাস্ট ১৯৪১ তোমার কাব্যের বীজ পাথরে পড়িয়া যদি ফুলে-ফলে না হয় সফল, পড়িতে পথের পরে পথিক দলিয়া যায় খেয়ে যায় খুঁটে খাওয়া পাখী, হাজার আগাছা সাথে মহামূল্য কোন চারা দূর করে ফেলে দেয় কেহ,--- সে দোষ তাদের, যারা দাঁড়ায়ে মাটির পরে মাটিরেই দিতে চাহে ফাঁকি | দু'বেলা তাদেরি সাথে দুমুঠো অন্নের লাগি, আমাদের অশ্লীল সংগ্রামে, কদর্য কলহে মাতি অন্ধকারে হাতাহাতি, দীর্ণ দেহ, ছিন্ন বহির্বাস | তোমার কায়ারে তাই ছায়া ভেবে হেসে উঠি, তোমার সুধারে বলি সুরা, জ্বরের বিকারে ঘোরে তোমারে চিনিতে নারি গালি দিই করি উপহাস | তুমি হেসে ঢেলে দাও বলো "পার ফেলে দাও মোর কাজ আমি করে যাই, গানহীন এই দেশে এনেছি গানের গঙ্গা মানি নাই জহ্নুর শাসন,--- রোগের দুঃস্বপ্ন আর যন্ত্রণার গর্ভ হতে আরোগ্যের প্রসন্ন-প্রভাতে যেদিন জাগিবে তুমি জ্বর-দগ্ধ হে দুর্ভাগা, পোড়ো তুমি আমার ভাষণ" | অনাগত মানুষের মগ্ন চেতনার মাঝে সংখ্যাতীত ভগ্নাংশ তোমার কি সৌরভে কি গৌরবে কিভাবে বাঁচিয়া রবে কোন্ ফুলে হবে কোন্ ফল সে কথা জানি না আজ সে কথায় কিবা কাজ, সিদ্ধ হবে কোন প্রয়োজন! "তোমারে বাঁচাতে হবে"--- এই শুধু বুঝিয়াছি এইটুকু করেছি সম্বল | . ************************* উপরে মিলনসাগর |
অসি ও মসী অগ্রণী, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা, ফেব্রয়ারী ১৯৩৯ (প্রগতি সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে) মৃত্যুরে যে প্রাণ বলে ধ্বংস আনে সৃষ্টিচ্ছলে তারি প্রাণ বিনাশের লাগি, প্রাণের পরিখাদ্বারে নিশীথের অন্ধকারে যারা রহে প্রহরায় জাগি--- তাদের অসির আলো ঘুচালো মসীর কালো অসি মসী এক হয়ে মেশে,--- গাণ্ডীবী র'বে না আর রাজকন্যা উত্তরার ক্লীব-সখী বৃহন্নলা-বেশে | . ************************* উপরে মিলনসাগর |