কবি সরোজ দত্ত-র কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
[ পিতার মৃতদেহ শ্মশানে দাহ করার সময় কবি শ্মশানের দেওয়ালে পোড়া কাঠের টুক্ রো দিয়ে
কবিতাটি লিখেছিলেন | শ্মশানবন্ধু শ্রী চিন্মোহন সেহানবীশের কাছ থেকে সংগৃহিত ]
চাপায়ে চায়ের জল নিভে আসা চিতার আগুনে
ডোমেরা বসিয়া আছে,
বারাঙ্গানা করে গঙ্গাস্নান |
ভাড়াটে ব্রাহ্মণ ফেরে রোঁয়া ওঠা কুকুরের সাথে ;
তোমারে এনেছি হেথা, বলিহারি মৃতের সন্মান |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
[ ১৯৪০ সালে কবির ‘দিদিমণি’ র ভাগ্নীর বিবাহ উপলক্ষ্যে রচিত ]
কন্যা কেঁদে মাগে আশীর্বাদ,
মাতা রহে বেদনার বোবা ;
নিরুপায় চেয়ে রয় তার ডানাভাঙ্গা ভীরু ভালবাসা
সহসা কঠিন কন্ঠস্বরে, জননী উচ্চারে রুক্ষ বাণী---
“দুষ্মন্তের দিবাস্বপ্নে কভু ভুলিও না
. দুয়ারে দুর্বাসা” |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
কবিতা শ্লোগান হয়ে উঠছে বলে
. দুঃখ করেছো
যদিও শ্লোগান কবিতা হয়ে উঠছে না দেখে
. দুঃখ করোনি,
আমার দুঃখ এইখানেই |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
শুধু জেনো একদিন গুদামের গর্ভ অন্ধকারে
আদমসুমারী মোর শেষ হবে বেদম প্রহারে |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
বঞ্চনার ভাঙা হাটে
বেচাকেনা ওঠে লাটে
তাজা রক্ত মেখে গেরুয়ায়,
ননা ভাবে নানা ধাঁচে
পাগল বাউল নাচে
ভাঙনের খঞ্জনী বাজায় |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
বুক চিতিয়ে একলা পথে ন্যাংটো পাগল যায় চলে
. ধর্মঘটে গাড়ি ঘোড়া বন্ধ ;
কাঁধে ঝোলে ছেঁড়া মাদুর----- শিবের কাঁধে সতীর লাশ
. আঁতুড় ঘরে নতুন খোকার গন্ধ |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
ক্ষুধিত বাদুড় চোষে ফলের খোলস,
ক্ষুধিত বিদুর খুশি পেলে দুটি ক্ষুদ্র,
ক্ষুদিত মজুর চায় মাংস আর রুটি
ক্ষুধিত কামান চায় গরম বারুদ |
. *************************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
টুপ করে এক ডুব দিয়ে তুই
. জল খেয়ে নে খুব করে,
তারপরে থাক ঘাপটি মেরে
. এক পায়েতে চুপ করে |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
তাসে যদি পাও ভালো হাত
তবে কেন হতে যাবে কালোয়াত ?
উখো দিয়ে ঘষে রূপোর দোয়াত
. কেন হবে বলো কুপোকাৎ |
উপদেশটুকু মনে রেখো ভাই,
. আসি তবে আজ, শুভরাত |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
বড় মামার জামা পরে
আর কতকাল দিবি হামা,
পারে যাবার সময় হল
মন রে এবার বোঝা নামা |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
তালিমারা গালিচায়
বসেছিনু খালি গায় |
বল্লে এসে বলাই মামা
দেখে এলেম দালাই লামা
গায়ে দিয়ে কম্বলের জামা
বারান্দায় দিচ্ছেন হামা |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
কলা এমনই জিনিষ
গিলতে গিয়ে আস্ত কলা
. আটকে গলা
. বৃহন্নলা
. ফিনিস্ |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
হা করে ঘুমুচ্ছেন বাবু,
. চাকরে টিপছে পা,
যা করে চলছে সংসার,
. সে কথা আর বলব না |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
সারা বছর ঘুষোঘুষি, ফল হল তার
. এই কি হায় ?
দুশো টাকার ভুষো কালি
. ঢেলে দিলি নর্দমায় !
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...
*
কবি সরোজ দত্তর চূর্ণ কবিতা
পারু করে পতি সেবা, দারু গিলে মরে দেবদাস,
বড়ুয়া বানায় ছবি, গৌড়জন ভাসে আঁখিজলে ;
ত্রিশবর্ষ পরে দেখি, আরে একী ! এ কোন ‘মানিক’
সে পারুরে চুরি করে, চারু করে কী কারু কৌশলে |
. *********************
.
উপরে
মিলনসাগর
কবি সরোজ দত্তর পরিচিতির পাতায়...