সরোজকুমারী দেবী ০৪. ১১.১৮৭৫ ~ ১৯. ০২. ১৯২৬
|
তাঁর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল 'কাহিনী বা ক্ষুদ্র গল্প' (১৮৯৮), 'অশোক' (১৯০৯), 'শতদল' (১৯১০), 'ফুলদানী'
(১৯১৫) ইত্যাদি | তাঁর উপন্যাস 'প্রেমের সমাধি' (১৯২২) যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল | তাঁর কাব্য 'হাসি
ও অশ্রু' থেকে আমরা কয়েকটি কবিতা এখানে তুলে ধরছি |
এ ছাড়া স্ত্রী শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে।
উত্স :- ডঃ শর্মিষ্ঠা সেন, অধ্যাপিকা, জাকির হুসেন কলেজ, নয়া দিল্লী
কবি সরোজকুমারী দেবী ছিলেন কলকাতার ট্রিবিউন পত্রীকার
সম্পাদক এবং ঔপন্যাসিক নগেন্দ্রনাথ গুপ্তের বোন এবং যোগেন্দ্রনাথ
সেনের পত্নি |