দুন্দুভি কবি শাশ্বত বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন হোক কলরব (২০১৪) এর প্রেক্ষিতে লেখা।
আবার আজকে বিকেলবেলায় দেখা হবে রোদজলে দৃপ্ত আমার পাগল বন্ধু সহাস্যমুখে বলে – আমরা সবাই সময়ে আসব তুই কি ভাবলি, যাবি? আবার উঠবে দশহাজার মুঠো – পদত্যাগের দাবী
আবার কাঁপবে ধুলোয় ধুলোয় আঘাত, রক্ত, কষ্ট রাজার মুকুটে জ্বল্জ্বল্ করে ওই দলদাস – ভ্রষ্ট তাকে যেতে হবে প্রাঙ্গণ ছেড়ে এক্ষুনি, এইবেলা নাহলে আবার রক্ত ছিটিয়ে ভেঙে দেবে ধুলোখেলা
আমাদের দেশে আমরাই রাজা আমাদের যত কাব্য লিখব পাতায়, ইস্তেহারে দেওয়াল ভরিয়ে ভাবব যত মার পারে গুন্ডার বুট তার চেয়ে বেশি জেদ আরেক জেদকে বার্তা পাঠায় – সলিডারিটি, কমরেড!
তুমি যদি জানো বন্দুক তুলে চোখ রাঙাবার বিদ্যে আমরাও পারি কবিতা নামিয়ে অস্ত্র-বানানো শিখতে অস্ত্রে অস্ত্রে দেখা হবে আজ হাড়ে হাড় লেগে ঘর্ষণ, কলেজে বলবি, কফি হাউসেও হ্যাঁ, ভালো কথা, আর শোন
ফেরবার পথে স্টেশনের গাছ বলে যাবি মরা গলিদের, হাঁক দিয়ে যাবি দীঘিজলে, আর হাঁকবি কুমোরটুলিতে এখনও এ মাটি বিক্রি হয়নি আকাশ এখনও জিন্দা যে পথ চলেছে সমুখসমরে সেই রাস্তাই চিনবার
কুমোরটুলির আবছা আলোয় ত্রিনয়ন একা জাগে দশখানা হাত দশদিক হয়ে হাঁটে মিছিলের আগে আজ দেখা হবে বিকেলবেলায় বইপত্রিকা ভিড়ে আমদের ডাকে কবিতা হাঁটবে সূচিপত্রটি ছিঁড়ে আবার ফিরব প্রিয় ক্লাসরুমে মৃত্যুর বাজি জিতে শারদোৎসব এবছর হবে মিছিলে – কলেজস্ট্রিটে ...