হীরকরাজ্যে উৎসব কবি শাশ্বত বন্দ্যোপাধ্যায় এপ্রিল ২০১৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে অভূতপূর্ব হিংসা ছড়ায় সেই প্রেক্ষিতে লেখা।
এই তো তোমার খুনের বাড়ি, রক্তরঙ্গমঞ্চ কোন কৌশলে পাড়ায় পাড়ায় দানব জাগিয়ে তুলছ? দানব তোমার ইঙ্গিতে আর দানব তোমার চোখে নীল-সাদা রঙ পথ গিয়েছে রৌরবনরকে
এই যে তোমার এক ইশারায় ধানের বুকে রক্ত কার বাহিনী পেরোচ্ছে গ্রাম, মাস্কেটে হাত শক্ত? আকাশছোঁয়া ছবির বুকে বরাভয়ে তুমি হাসছ আহা, চোখজুড়ানো খুনের বাড়ি বড়োই ভালোবাসছ!
নিঝুম পাড়ায় অন্ধকারে তোমার শ্রমিক ঘুরছে আমার বোনের শরীর জুড়ে হীরকখন্ড খুঁড়ছে সেই মাণিক্য রাজশিরোতাজে কাল ভোরে হবে উজ্জ্বল ধূপগুড়ি থেকে আসে উপাচার – ছাত্রীর শাখা, বল্কল