কবি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা
*
ছিল যেই ? এ কি ভিক্ষাবৃত্তি আজ ? এ কি ঝুটমুট---
ঝুটা সম্মানের লাগি’ সম্মানীর লাঞ্ছনা, হা ধিক!

জীয়ন্তে জালিয়াঁ-বাগে পুঁতে ফেলে ভারত-মাতায়,
শ্রাদ্ধে দেবে স্বর্ণ-ধেনু ; অগ্রাহ্য সে অমানুষ দান ;
ভাটেরা আসুক ছুটে, দলে দলে, ক্ষতি নাই তায়,
তুমি যে ভিড়েছ সঙ্গে, এই দাগা, এই অপমান।

না লুকাতে রক্তচিহ্ন, না শুকাতে নয়নের পানি,
প্রীণ স্বদেশ-ভক্ত! যেচে গিয়ে হলে অগ্রদানী!

.             *************************                 

.                                                                                       
সূচিতে . . .    


মিলনসাগর
*
.        নষ্ট মানুষ তুলতে,
পঙ্কে আজি নাব্ তে রাজী
.        মনের চাবি খুল্ তে!
.                দোষ যদি হায় ঢুকেই থাকে---
.                মজিয়ে থাকে মগজটাকে---
মানুষ তবু মানুষ, ওগো
.        পারব না তা’ ভুল্ তে,
মন করেছি---পণ করেছি
.        হারা-হৃদয় তুল্ তে।

উছল ঢেউয়ের পিছ্লা পিঠে
.        হবে রে আজ দুল্ তে,
ক্ষতির খাতায় পড়বে না সব,
.        পারিস যদি উল্ তে ;
.                জাহাজীরা যাদের মানে
.                ---হাজা-মজার হিসাব জানে---
তারা তো কেউ দেখায় না ভয়,
.        দিচ্ছে সাহস উল্ টে ;
আয় তবে আয়, চল্ দরিয়ার
.        ওলোন্-ঝোলায় ঝুলতে।

লোণা জলে রেশম পশম
.        আর দেওয়া নয় ফুল্ তে,
আর দেওয়া নয় পতিত্ জনে
.        পাপের নেশায় ঢুল্ তে ;
.                দোষ যদি হায় ঢুকেই থাকে,
.                আমরা শোধ করব তাকে,
করতে হবে নূতন বোধন
.        জাগিয়ে তারে তুল্ তে,
মানুষ---দোষে গুণেই মানুষ,
.        পাবে না সে ভুলতে!

.          ***********************                 

.                                                                                       
সূচিতে . . .    


মিলনসাগর
*
.        মনে মনে আছে মিল্,
খুলে দাও খিল, হাসুক নিখিল
.        দাও খুলে দাও দিল্!
হিন্দু-মুসলমানে হ’য়ে গেছে
.        উষ্ণীষ-বিনিময়,
পাগড়ী-বদল-ভাই --- সে আদরে
.        সোদর-অধিক হয়।
সুফি-বৈষ্ণবে করে কোলাকুলি
.        আমাদের এই দেশে!
সত্যদেবের ইঙ্গিতে মেশে
.        বাউলে ও দরবেশে!
বাহারে মিলায়ে বসন্ত রাগ,
.        সিন্ধুর সাথে কাফি,
এক মার কোলে বসি কুতূহলে
.        মোরা দোঁহে দিন যাপি।
মিলন-সাধন করিছে মোদের
.        বিশ্বদেবের আঁখি,
তাঁর দৃষ্টিতে হ’য়ে গেল ফুল-
.        শির্ণিতে মাখামাখি!
গুগ্ গুলু জ্বালি’ ধূপের ধোঁয়ায়
.        মিলায়ে দাও গো আজি,
বাণী-মন্দিরে বীণার সঙ্গে
.        সিতার উঠেছে বাজি’!

.          ***********************                 

.                                                                                       
সূচিতে . . .    


মিলনসাগর
*
গোলাপের মত রচিতে পারি নে মোহ!

ভালোবাসা মোর রাখি নি কাঁটায় ঘিরে,
সুলভ প্রেমের দুর্দশা তাই কিরে!

গোলাপের মত কণ্টকী নই শুধু,
তাই কি এ বুকে জমে না গোলাপী মধু!

.          ***********************                 

.                                                                                       
সূচিতে . . .    


মিলনসাগর
*

.          ***********************                 

.                                                                                       
সূচিতে . . .    


মিলনসাগর
ফুল-শির্ণি
কবি সত্যেন্দ্রনাথ দত্ত
(মুসলমান সাহিত্যিকবৃন্দের অভ্যর্থনার জন্য বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ কর্তৃক আহূত সভায় কোজাগর
পূর্ণিমায় পঠিত)

গুগ্ গুলু আর গুলাবের বাস
.        মিলাও ধূপের ধুমে!