কবি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা |
ঝিঁঝির পিছে ধায় ; নূতন ঋতু, নূতন রীতি, নূতন প্রীতি, নূতন গীতি, নিখিল ধরা আপন হারা সোনার চোখে চায়! ফুলের বনে পরাণ মনে পুলক উথলায়। বিভোর হ’য়ে চকোর আজি চাঁদের পানে চায়, হৃদয় তলে প্রেম উথলে জগৎ ভুলে যায়, চাঁদ সে ভাসে নীল আকাশে আপন জোছনায় ; তরুণ প্রাণে, নূতন প্রীতি, নূতন রীতি নূতন গীতি, বিভোল্ ধরা আপন হারা সোনার চোখে চায় ; নিখিল সনে তরুণ মনে পুলক উথলায়! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
নব বসন্তে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের বনে ফুল ফুটেছে, |