কবি সত্যেন্দ্রনাথ দত্ত - রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাঁর
শ্রদ্ধাও অর্জন করেছিলেন |
নানাবিধ ছন্দ রচণা ও উদ্ভাবনে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এবং 'ছন্দের জাদুকর' নামে খ্যাত হয়েছিলেন |
তিনি ইতিহাস, বিজ্ঞান প্রভৃতির জ্ঞান তাঁর কবিতায় ব্যবহার করেছিলেন | দেশীয় সংস্কৃতি, দেশি শব্দ তাঁর
কবিতার বিশেষ লক্ষণ | তাঁর অনুবাদ কবিতাও দেশীয় ভাবে উদ্বুদ্ধ |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে সবিতা, বেণু ও বীণা, তীর্থ রেণু, কুহু ও কেকা প্রভৃতি উল্লেখনীয় |
মিলনসাগরে কবি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।
কবি সত্যেন্দ্রনাথ দত্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০০৫।
১ম পরিবর্ধিত সংস্করণ - ২৪.১০.২০১৩।
"অ!" কবিতাটি সহ পরিবর্ধিত সংস্করণ - ২৩.০৮.২০১৮।
"কবর-ই-নূরজাহান্!" কবিতাটি সহ পরিবর্ধিত সংস্করণ - ১৯.১১.২০২০।
...