কবি সেবন্তী ঘোষ -  জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে। পিতা হরেন ঘোষ ও মাতা দীপ্তি
দেবী। কবি
শিলিগুড়ি গার্লস হাই স্কুলে স্কুলজীবন শেষ করে, বিশ্বভারতী থেকে এম.এ., বি.এড. পাশ করে
শিলিগুড়ির একটি স্কুলে
শিক্ষকতা করছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আমাদের কথা”, “যে থাকে অন্ধকারে”, “ফুর্তি ও বিষাদ কাব্য”
প্রভৃতি।

কবি কৃত্তিবাস পুরস্কারে ভূষিত হয়েছেন।

এই বাংলার আবহমান কলকাতা কেন্দ্রিক সাহিত্যবাসরে সুদূর উত্তরবঙ্গের একটি মেয়ের, বাংলা
কাব্যজগতে নিজের জায়গা করে নেওয়া, অবশ্যই কৃতিত্বের দাবী রাখে।

আমরা
মিলনসাগরে  কবি সেবন্তী ঘোষের কবিতা তুলে আনন্দিত।

উত্স -   কবির ফেসবুক-এক পাতা . . .     
.          নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০।    
.          দেশ-এর কবিতা ১৯৮৩ - ২০০৭।     

কবি সেবন্তী ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৫.০৬.২০১৩
...