শক্তি চট্টোপাধ্যায় - জনপ্রিয় কবি ছিলেন। প্রথম জীবনে গল্প রচণা করতেন স্ফুলিঙ্গ সমাদ্দার
ছদ্মনামে। "কবিতা" পত্রিকায় তাঁর প্রথম কবিতা ছাপা হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় "কৃত্তিবাস"
পত্রিকাকে ঘিরে তাঁর খ্যাতি লাভ।

তাঁর প্রথম পর্বের কবিতায় নিয়ম শাসিত জীবনের বিরুদ্ধে বিদ্রোহ, নিয়ম ভাঙ্গা জীবন যাপনের গৌরবায়ণ
দেখতে পাওয়া যায়। সেই সময় কবিকে
হাংরি জেনারেশন বা হিংরিয়ালিস্ট আন্দোলন-এর নেতৃত্বে দেখা
যায়।

পরবর্তি পর্বে এই উত্তালতা স্তিমিত হয়ে আসে। বন্ধুত্ব, নারী, মানব সংসর্গ, জীবনের আনন্দ ও ব্যর্থতা বোধ
নিয়ে তাঁর কবিতা। প্রকৃতির প্রতি তীব্র আকর্শন, নারীর ভালবাসা প্রভৃতি তাঁর  কাব্য জগতের  প্রধান
উপকরণ। তাঁর নিজস্ব ছন্দস্পন্দ এবং বলিষ্ঠ ভাষা তাঁকে বিশিষ্টতা দিয়েছে।

১৯৭৫ সালে তিনি ভূষিত হন আনন্দ পুরস্কারে এবং ১৯৮৪ তে পান সাহিত্য একাদেমি পুরস্কার। তাঁর
আকস্মিক অকাল প্রয়াণের সময় তিনি বিশ্বভারতীর অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

হে প্রেম হে নৈঃশব্দ (১৯৫৭), হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (১৯৬৯), যেতে পারি কিন্তু কেন যাব
(১৯৮২), তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর কবিতা অজশ্র এবং শতস্ফূর্ত।  




উত্স:
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩  

আমাদের সঙ্গে যোগাযোগ    
srimilansengupta@yahoo.co.in            



কবি শক্তি চট্টোপাধ্যাযের মূল কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন।        


এই পাতার প্রথম প্রকাশ - ২০০৭
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১০.২.২০১৬

...